আসুন আমরা সবাই যুদ্ধাপরাধীদের ঘৃণাভরে ’না’ বলি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি এই দেশের খুব নগন্য, সাধারণ একজন মানুষ যাকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জীবনের সাথে সংগ্রাম করতে হয় প্রতিনিয়ত।বাংলাদেশের বেশীর ভাগ মানুষ আমার মতই সাধারণ যারা বেঁচে থাকার সংগ্রাম করে বলে তাদের অনুভূতি ভোঁতা হয়ে যায়নি, কোন অন্যায়ের বিরুদ্ধে যাদের মন বিদ্রোহ করার জন্য গর্জে উঠে না, কোন ঘৃন্য কিটকে দেখলে, ভাবলে ঘৃণায় থুথু ফেলে না।আমরা সবচেয়ে ভালোবাসি আমাদের মাকে, মায়ের অপমান আমরা কল্পনাই করতে পারি না।মাকে অপমান করার দু:সাহস যে দেখাবে তাকে আমরা পায়ের তলায় পিষে মারব।এই তো আমরা।আর এত কষ্টে অর্জন করা মায়ের মত এই বাংলাদেশ যারা হতে দিতে চায়নি, সেই হায়েনা রাজাকাররা বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হয় বাঙালীদের ভোটে!!!!!!!!!এরা আমাদের জাতীয় সংসদে বসে, তাদের গাড়ীতে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ে।এই লজ্জা আমরা কোথায় রাখি????মুক্তিযুদ্ধে শহীদদের রক্তে লাল পতাকা যেন লজ্ঝায়, ঘৃণায় কুঁকড়ে গিয়ে আমাদের বলে ’আমাকে এই অপমান, লজ্ঝা থেকে রক্ষা কর বাঙালী’।আমরা অসহায় তাকিয়ে দেখি আমাদের মায়ের মত দেশের অপমান, লজ্ঝা।কিন্তু আর কতদিন এভাবে অসহায় তাকিয়ে সহ্য করব?এবার ৩২% নতুন ভোটার, তরুণ প্রজন্ম।আসুন আমরা সবাই যুদ্ধাপরাধীদের ঘৃণাভরে ’না’ বলি।একজন রাজাকার যেন আর কখনো বাঙালীর ভোটে নির্বাচিত না হয়।আর কখনো যেন কোন রাজাকারের গাড়ীতে লাল সবুজ পতাকা না উড়ে।
২৬টি মন্তব্য ২০টি উত্তর


আলোচিত ব্লগ
যে ইতিহাস মুছে দিতে চায় ২৪শের লাল বিপ্লবীরা/ আজ আমাদের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ।
২৫শে মার্চ দিবাগত কালো রাতের অপারেশন সার্চলাইটের পরক্ষনেই।২৬শে মার্চের প্রথম প্রহরে বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক ৫৬ হাজার বর্গমাইলের ভুমি’কে স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা করেন। সেদিন থেকেই স্বাধীন সার্বভৌম... ...বাকিটুকু পড়ুন
বডি সোহেলের মন ভালো নেই !
আমাদের জাতীয় নেতাদের বংশধরেরা বড়ই অদ্ভুত জীবন যাপন করছেন। তাদের বাপ চাচাদের মধ্যে মত-বিরোধ থাকিলেও একে অপর কে জনসম্মুখে অপমান করেন নাই। এক্ষেত্রে নেতাদের প্রজন্ম পূর্বপুরুষ দের ট্রাডিশন ধরে রাখতে... ...বাকিটুকু পড়ুন
পত্রিকায় লেখা প্রকাশের ই-মেইল ঠিকানা
যারা গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদের জন্য এখানে বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকীয় পাতা, সাহিত্য পাতা ইত্যাদির ই-মেইল ঠিকানা দেওয়া হলো। পত্রিকায় ছাপা হলে আপনার... ...বাকিটুকু পড়ুন
সেনাবাহিনীর কতিপয় বিপথগামী কর্মকর্তার দায়ভার কি সেনাবাহিনী নেবে? তাদের সমালোচনাকে অনেকে সেনাবাহিনীর সমালোচনা মনে করছে কেন?
বাংলাদেশের সেনাবাহিনী এখনও আমাদের জন্য গর্ব এবং আস্থার জায়গা। কারণ দুর্নীতির এই দেশে একমাত্র সেনাবাহিনীই সেই প্রতিষ্ঠান যার আন্তর্জাতিক এবং জাতীয় সুনাম এখনও আছে। কতিপয় বিপথগামী কর্মকর্তার... ...বাকিটুকু পড়ুন
ইসরায়েলকে ধ্বংস করা সম্ভব নয়। তাই মিলেমিশে শান্তিপূর্ণ প্রতিবেশীর মত থাকাই দরকার।
একটি জনগণ কিভাবে নিজেদের জন্য নরক ডেকে আনতে পারে-
গাজার জনগণ তার জ্বলন্ত প্রমান। এরা হামাসকে নিরংকুশ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে কারণ হামাস ইসরায়েলের ভৌগলিক এবং রাজনৈতিক অস্ত্বিত্বে... ...বাকিটুকু পড়ুন