ভাবছি সুয়ে মনে মনে
থাকত যদি ইচ্ছে পূরনের দেশ
থাকত না আর অপেক্ষা করার রেশ
ইচ্ছে হলেই ভেসে যেতাম মেঘের ভেলায়
সব বাধা পার করে হারিয়ে যেতাম দূর সিমানায়
ঘুমিয়ে থাকত দুঃখ গুলি
মাখতাম গায়ে সুখের ধুলি
মুঠো মুঠো ধুলি উড়াতাম বাতাসে
তারা হয়ে জ্বলত আমার জানালাতে
ফিরে যেতাম ফেলে আসা অতিতে
সুধরে আসতাম মিছে ভুল গুলিকে
এই সব ভেবে বল কিবা হয়
প্রতিদিনই তো বাস্তবতার যাত্রি হতে হয়......
(বানানে সমস্যা আছে আমার ..হয়তো কিছু কিছু বানান ভুল থাকতে পারে
