রোদ
তোমার সাথে রোদ পোহানো আর হলনা।
তুমি হয়ত অন্য রোদে, অন্য বনে, অন্য কোন পাতার ফাকে
ঠোট ফুলিয়ে চুল এলিয়ে, রোদ গায়ে রোজ যাচ্ছ মেখে
আমার বন্ধু আমার সাথে রোদ ছিলনা,
তোমার সাথে রোদ পোহানো আর হলনা।
আমি ভিষন মনের জ্বরে, আবোল শুনি তাবোল বকি
জলপট্টি সরিয়ে দিয়ে কপালে তোমার আচল রাখি।
এইযে দেখ চোখ ভিজেছে, ফুলে ফেপে লাল হয়েছে
ভাপসা শীতে একলা কাপি, আমার যে আজ রোদ নিভেছে।
আবার দেখ চাঁদটা ঘোলা, চাঁদের কি আর রোদটা থাকে!
আমার উঠান জোনাক জ্বলা, জ্যোৎস্না তারা মজুদ রাখে।
জোনাক নিয়ে মেতে থাকি, জোনাক নিভে জোনাক গুনি
অনেক দুরের ভেসে আসা রোদের গল্প শব্দ শুনি।
আমার বন্ধু, আমার যে আজ ভাঙ্গা ডানা
তোমার সাথে রোদ পোহানো আর হলনা।
ভুল
প্যাচপ্যাচে জামের মতন চুল,
চুলের স্বাদ লেগে আছে হাতে।
যেই দুপুর জুড়ে ডাহুকের ব্যাথা থাকে
এই আমি করেছি কি ভুল!
সেই দুপুরে তার ডাক নাম ধরে ডেকে।
পৃথিবীর সবচেয়ে নরম মাটির মতন মুখ,
আমার চোখ বেধে রাখে-
পৃথিবী হাতড়াই, কি যেন পাই!
সেই মুখ দেখিবার পর;
ঘুমের আগের অন্ধকার।
সমস্ত রাত্রী হেটে, জৈষ্ঠের রাত শেষে।
কি মৃত্যুরে করেছি নিমন্ত্রন!
সেই মুখ ভালোবেসে ।
পেইন্টিং গুলি আমার করা
চিত্রতা (৩)
চিত্রতা (২)
চিত্রতা
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭