চিত্রতা (৫)
১
বিদ্যুৎবালাগো, তোর কাছে আমার আজন্ম ঋন।
বুকের ভেতর মুখ গুজে যে ভালোবাসার সংজ্ঞা দিয়েছিলিস,
কামান্ধ এই জীবন ধবল ঘুঘুর পালকের মত কোমল হয়ে গেছে।
সেই ভালোবাসায়!!!
শরীরের বাইরেও বিদ্যুতবালা তুই,
আত্নার সুখ একছিলিস।
তোর শরীরের ভাজে আমার শরীরের ভাজ রেখে-
যে গোছানো সংসার সাজিয়েছিলিস
সেখানে কত শত সহস্র বোধ,
বৈরাগ্য সন্ন্যাস সহিংসতা... বাকিটুকু পড়ুন