এস, শেষবার ,একটা দীর্ঘজিবি চুমু খাই,
কপালের কেন্দ্রবিঁন্দুতে।
ভু-কম্পনের মতন তরঙ্গায়িত হবে,
জীবনের ব্যাসার্ধ পর্যন্ত।
এসো, একটা শেষের কবিতা আবৃতি করি,
সমস্বরে।
পাজর ভাঙ্গার শব্দ ছাপিয়ে,
ঝিঝি পোকার অপেরার চাইতেও খুব জোরে,
সমস্বরে।
এসো, কোন একটা রোমকূপ ছুয়ে দিই।
যেখানে মৃত সময়েরা ঘুরে বেড়ায়,
নির্বানের আশায়।
ভ্রম অথচ মিথ্যে নয় বোধে।
তবে চলেই যাও, আমিও যাই-
করুন কোন অন্ধ নক্ষত্রের দেশে।
যদি আমারে দেখিতে পাও কোন রুপে,
কোন নক্ষত্র আছড়ে পড়া রাত্তিরে।
সাংসারিক আচলটা পেতে দিও,
আমারে দুদ্বন্ড শান্তি দিও।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫