সাংঘাতিক কাব্য
লুতুপুতু, লুতুপুতু
কাহার সাথে কর গো!
মাথা ধরা জৈষ্ঠ মধু-
হয়ে-কাহার উপর পড় গো!
কোন বাদাড়ে বুনো পাতায়
বৃষ্টি হয়ে ঝরো গো !
কোন আকাশে নেংটা তারায়
আজ কাহারে স্বর গো !
নাকুনাকু গালুগালু
কাহার সনে! ছোয়াছুয়ি!
রাধো কাহার পটল আলু!
কাহার লুঙ্গি ধোয়াধুয়ি!
মোটা তাজা শঙ্খ শাখা,
কাহার লাগি পর গো!
বেশি সাংঘাতিক কাব্য
পশলা বৃষ্টি
দিয়ে গেছে দাওয়াত পত্র আমারে
বলে গেছে যেতে স্ব-পরিবারে।
যাবেনা! বল কি!
তোমারে রেখে বল, কোথাও কি যাই!
না বৃষ্টিতে ভিজি, না রোদে শুকাই।
দৃশ্যত হও, চল হাত টা ধর।
কাজল টা মাখাও, টিপ টা পর
খুব লাল হবে, যেন রক্তাশ্চার্য।
মেঘ আর মেঘ, শুধু তোমার কপালে সূর্য।
তুমি নাই, কোথাও নাই,
শুধু কল্পনারই রোমন্থন?
যত পারো হাসাও আমায়
আবোল তাবল বকো।
নাড়াও আমায় গোলাও আমায়
বোকা করে রাখ।
তবু জেন, তুমিই আমার ভীষন সত্য ,
ভীষন সম্মোহন ।
আর করোনা দেরি,
মেঘতো যাবে উড়ে
মেঘ কি আমার শ্বশুর লাগে,
থাকবে, সারাটা দিন জুড়ে?
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ রাত ৮:০৭