অনেক রঙের ক্যানভাসে তোমার নগ্নতার রঙ।
চোখের দেখায় যে তুমি সেই তুমি ঝাঝালো রকমের দৃশ্যমান,
চোখে ধাধা ধরে যায়, তাই তোমারে দেখা হয়নাই কোনদিন।
তুলির নরমে তোমারে সাজাই,
স্যাতস্যাতে অন্ধকারের রঙ গুলিয়ে আলোর রঙে আসি
তবুও তুমি অস্পষ্ট, অস্পৃস্ব।
এমন কি তুমি থাকা-
আমার ক্যানভাস এর পাতার রঙ গুলিও সবুজ হয়না কখনও,
বিবর্ন ধূসর হয়, বড়জোর ক্যামুফ্লাজ রকমের।
তোমারে বোঝা হয়নাই কোনদিন, শরীরের ভাজে নয়,
রঙের উলটো পিঠেও নয়।
তোমার আত্মা অবরুদ্ধ।
আত্মাহুতি দেবে; ফ্যান্টাসি, ভালোবেসেছিলে; মিথ,
একটুকরো লাল কাপড়; মেটাফর ।
বনহংসী
তুমি বনহংসী হবে?
আমি হলুদ পাখিটি হতাম তবে।
তোমার হবে গাঢ়হ পালক, পশমি চিবুক
আমার হবে বৃষ্টি নেশা, সুখের মতন অসুখ।
যদি হাজার বছর হেটে এসে বসি তোমার পাশে,
বনলতার জন্ম নেবে এই জনমের শেষে?
বনহংসী হবে তুমি?
আমি হতেম শিমুল বাদাড়, তোমার পালক চুমি!
কবিতা এবং ছবিতা একান্ত নিজস্ব সম্পত্তি
উৎসর্গঃ যে শুধু আমার কাছেই অশরীরিও
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮