গত সন্ধ্যায় কবিকে দেখেছি আমি হেটে যেতে,
পৃথিবীর পথে- ধূসর পান্ডুলিপি হাতে।
ধূসর ধুলোয় আর ট্রাম বাসে,
ছেচে গেছে, ছিড়ে গেছে কবি শরীর।
ধুলোমাখা, ধূসর সর্বস্ব কবি।
তবু, চোখ দুটো জাগ্রত, আন্দামান দীপুঞ্জের মত
শ্যাওলা সবুজ। চোখ দুটো মরেনি তার।
আমার ছায়ার মতন কবি,
মায়ায় বোধাস্ত হয়, মনে হয়-
ট্রামে পিষে যাই, কবি সঙ্গ দিই, হেটে যাই।
সূদুর লোক্র বন্দর অথবা দানকো দ্বীপে
পৃথিবীর পথ হতে নক্ষত্রলোকের পথে।
ধূসর পান্ডুলিপি দ্বিতীয় পত্র হাতে।
আহা কবি! শুদ্ধ কবি! জ্যোৎস্নাক্রান্ত কবি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৩