সামহোয়ারইনে প্রতিদিনই নতুন-নতুন ব্লগার আসছেন। সাধারন ভাবে একজন ব্লগার রেজিস্ট্রেশন করার নির্দিষ্ট সময় পর তার মডারেশন স্ট্যাটাস আপডেট হবার কথা। মন্তব্য ও পোস্টে এক্সেস পাওয়ার কয়েকদিনের মাথায় সাধারণত ১ম পেইজে লেখার অনুমতি পাওয়া যায়। সকল নতুন ব্লগারদের ইমেইল, নিক এবং প্রথম কয়েকটি পোস্ট একটি পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যাচাই করা হয় ঐ ব্লগারের ইমেইল, নিক ও পোস্ট কন্টেন্ট যথার্থ এবং শ্লীল কিনা। এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা দরকার, মন্তব্য ও নিজের ব্লগে লেখার অনুমতি পাওয়ার পর ভালো বিষয়ভিত্তিক বা যেকোন ধরণের গঠনমূলক পোস্ট দিন। অন্যের ব্লগে কমেন্ট করুন। তারপর যদি দেখেন ২/৩ সপ্তাহ চলে যাচ্ছে ১ম পেজে এক্সেস পাচ্ছেননা, তাহলে ফিডব্যাক মেইলে নিচের মেইলটি পাঠাতে পারেন-
মডারেটর- সামহোয়ারইন ব্লগ
আমি গত ../../.. তারিখ সামহোয়ারইনে রেজিস্ট্রেশন করি। ... দিন হয়ে গেলেও আজো আমি ১ম পাতায় সেফ ব্লগার স্ট্যাটাসে ব্লগ লিখতে পারিনি। আপনাদের নিয়ম অনুযায়ি এতদিনে আমার সেফ ব্লগার স্ট্যাটাস পাওয়ার কথা। এখানে উল্লেখ্য আমি এই কদিনে ... টি পোস্ট লিখেছি, ব্লগের কোন নীতিমালা বিরোধী কাজ করিনি।
অতএব, আপনার সহয়তা কামনা করি। ধন্যবাদ।
** আপনার ফিডব্যাক পেতে ধৈর্য ধরে অপেক্ষা করুন।
** আরো জানতে ব্লগ ব্যবহারের শর্তাবলী পড়ুন।
সবাইকে ধন্যবাদ।