ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া পূর্বপাড়া এলাকায় গতকাল সোমবার সকালে মোস্তফা ভুঁইয়া (৩৮) নামে এক শিক্ষক খুন হয়েছেন। এসএসসি পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় রিয়াদ নামের এক পরীক্ষার্থী তাঁকে ছুরি মেরে হত্যা করে বলে শিক্ষকের পরিবার অভিযোগ করেছে।
মোস্তফা ভুঁইয়া দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। আর রিয়াদ ওরিয়েন্টাল টেক্সটাইল মিল উচ্চবিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি কেরানীগঞ্জের শুভাড্ডা ইউনিয়নের তেলঘাট এলাকায়।
চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ইলিয়াস হোসেন জানান, গত রোববার তাঁর বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালে ৩১০ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করেন শিক্ষক মোস্তফা ভূঁইয়া। ওই কক্ষে নকল করার সময় রিয়াদকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। এরপর রিয়াদের পরীক্ষার খাতা নিয়ে তিনি প্রায় আধা ঘণ্টা রেখে দেন।
শিক্ষক মোস্তফা ভুঁইয়ার স্ত্রী লাকি বেগম জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তাঁর স্বামী বাসায় কয়েকজন শিক্ষার্থীকে পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিছু শিক্ষার্থী ভেতরের কক্ষে অপেক্ষা করছিল। এ সময় বাসার কলবেল বেজে ওঠে। তখন তাঁর স্বামী দরজা খুলে দেন। তিনি স্বামীর পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কিশোর বয়সী একটি ছেলে প্যান্টের পকেট থেকে ছুরি বের করে মোস্তফার বুকে আঘাত করে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে পালিয়ে যায়।