উদ্দারকৃত বোমাটি যাদুগরে নিয়ে যাওয়া হচ্ছে
আজ সন্ধ্যায় সরকারের অন্যতম দালাল O দালালীর জন্য পুরস্কৃত উপাচার্য আআমস আরেফিন সিদ্দিককে লক্ষ্য করে মর্টার শেল থেকে গোলা নিক্ষেপ করা হয়। এতে তিনি ভয় পেয়ে গেলেও আহত হয়ে যান নি। মলচত্বর এলাকায় প্রতিষ্ঠাবার্ষির্কীর কনসার্ট চলাকালে উপাচার্য আআমস আরেফিন সিদ্দিককে লক্ষ্য করে এই গোলা নিক্ষেপ করা হয়। সরকারের আরো পদে যাবার জন্য উপাচার্য নিজেই এই ঘটনা সাজিয়েছেন বলে লোকমুখে প্রকাশ। তবে উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক জানান, আমার সঙ্গে আরও অনেক লোক থাকায় হয়তো আমার কাছ পর্যন্ত গোলাটি পৌঁছায়নি। এটি আমার গায়েও লাগতে পারতো। এটি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।
তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোমা নিষ্ক্রিয় দল জানিয়েছে এসব গোলা সাধারনত বিয়ে বা উৎসবে আনন্দের জন্য ব্যবহার করা হয়। কোন ছাত্র হয়তো আনন্দের জন্য এটা করেছে।


