নানান কারণে ফেইসবুকে প্রায় যাওয়াই হয়না, মন চায়না একেবারেই। কারণগুলোর অন্তত একটা হলো, "ভাইরাল"। যৌক্তিক-অযৌক্তিক, প্রচার-অপপ্রচার-মিথ্যাচার নিয়ে সাধারণ বিবেচনা বিবর্জিত বিষয় তো বটেই, এমন কি প্রতিনিয়ত ঘটে যাওয়া নানান অঘটন বা দুর্ঘটনায় বিপর্যস্ত-বিধ্বস্ত এবং নিহত মানুষের বিভৎস ছবি, প্রিয়জনদের হারাবার বেদনায় মুষড়ে যাওয়া মানুষের ছবি, ভিডিও যেভাবে ছড়ায় বা "ভাইরাল" হয় তা সহ্য করার মত মানসিক শক্তিশালী আমি নই।
সম্প্রতি সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জাফর ইকবাল স্যারের উপর হামলায় তাঁর এবং গত কয়েক বছরের হামলাকারীদের লক্ষ্যনির্দিষ্ট দেশের সুস্থবুদ্ধির, মুক্তবুদ্ধির মানুষগুলোর কথা ভেবে অসহায় বোধ করেছি, পরিস্থিতির সুস্থ পরিবর্তনের পথ খুঁজতে কতশত ভাবনা মাথায় ঘুরে চলেছে। তবু, কোথাও কিছু লিখিনি; না ব্লগে, না ফেইসবুকে না কোন পত্র-পত্রিকায়! আসলে পারিনি! কেমন যেন একটা দম বন্ধ করা গুমোট পরিস্থিতিতে আটকে গেছি!
সার্বিক মঙ্গলের জন্যে এদেশে ধর্মগ্রন্থ আবশ্যিকভাবেই আন্তর্জাতিক ভাষা ইংরেজীর পাশাপাশি মাতৃভাষায় সহজ-সরলভাবে প্রচলিত হওয়া উচিত। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলায় ধর্মগ্রন্থ আবশ্যিক হওয়া দরকার। যাতে কোন শব্দ এবং বাক্যের দ্বিতীয় বা বিকৃত কোন অর্থ করার সুযোগ না হয়, অন্যের উপর অন্ধভাবে নির্ভর করতে না হয় এবং ধর্মগ্রন্থে বর্নিত আদর্শ বা ধর্মীয় সংবিধান সর্বসাধারণের বোধগম্য হয়। বলার অপেক্ষা রাখেনা যে, কেবলমাত্র ধর্মীয় অনুভূতির কারণেই বিন্দুবিসর্গ না বুঝেই আমরা প্রায় সবাই অন্ধের মত ধর্মগ্রন্থ পড়তে অভ্যস্ত। ফলাফল? কী শিখেছি? জেনে, বুঝে, বিবেচনা করে অমন বিশাল একটি ধর্মগ্রন্থকে ক'জন আত্নস্থ করে থাকি? এ, বিষয়ে রাষ্টীয় পদক্ষেপ সময়ের দাবী।
আমি জাফর ইকবাল স্যারকে জানি। আমি জানি সুস্থচিন্তা, সততা, মানবিকতা সর্বোপরী স্বদেশপ্রেম জাফর ইকবাল স্যারদের মত মানুষের কাছে নিজের জীবনের চাইতেও মূল্যবান। কোন "ভয়" তাঁদের মুক্তবুদ্ধির চর্চা থামিয়ে দিতে পারেনা বরং আরও শক্তিশালী করে তোলে। পৃথিবীটা মঙ্গলময় করে তুলতে জাফর ইকবাল স্যারের মত মানুষেরা বিশ্বাস করেন "মানুষ"এ, মানবিকতায়, অহিংসায় এবং ভালবাসায়। আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে সত্যিকারের শুদ্ধ মানুষ করে তুলতে, জীবনকে মূল্যবান করে গড়তে এই ভিডিওটা অন্তত "ভাইরাল" হওয়া উচিত। সহিংসতা, অপপ্রচার এবং মিথ্যাচারের ক্ষয় অবশ্যাম্ভাবী।
"মানুষ" এর জয় নিশ্চিত।
https://www.youtube.com/watch?v=IOPUc5Zf964&feature=share
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৭