টাকা সংক্রান্ত কিছু মজার কথা -
.
.
.
.
.
.
.
- টাকার জন্য বিয়ে করো না - এর চেয়ে সস্তায় তুমি ধার করতে পার।
- পৃথিবীতে বেঁচে থাকা হয়ত উচ্চমূল্য, কিন্তু সূর্যের চারদিকে বছরে একবার করে ফ্রিতে ঘুরে আসতে পারি - (তাই বা কম কী)?
- ধার কর কোন হতাশাবাদী থেকে, সে ফেরত পাওয়ার আশা করে না।
- পিকাসোর তেলচিত্র প্রদর্শনীতে এক সৌদি শেখঃ পিকাসো কে আমি সম্মান করি - যে এত উচ্চমূল্যে 'তেল' বিক্রি করতে পারে।
- বাজার বড় অদ্ভুত জায়গা, কেউ কেনে আবার কেউ বেচে - দুজনেই ভাবে আমি জিতলাম।
- সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, কোন কিছু ক্রয় করা সর্বত্তোম সময় হচ্ছে গত বছর।
- একজন সফল ব্যক্তি সে-ই, যে তার স্ত্রীর খরচের চেয়ে বেশি উপার্জন করতে পারে।
আর সফল নারী হল যে ঐরকম লোককে স্বামী হিসেবে পায়।
- একবার এক মহিলার ভ্যানিটি ব্যাগ চুরি গেল - যেটার ভেতর সব ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ছিল।
মহিলার স্বামী সব দেখে শুনে আর থানায় রিপোর্ট করতে গেলেন না - কারণ চোর বাবাজি তার স্ত্রী থেকে কম খরচ করছে!
- আমার ও আমার স্ত্রীর একটা যৌথ একাউন্ট আছে - আমি তাতে জমা করি আর স্ত্রী সেটা থেকে উঠিয়ে নেয়!
- ছেলে বাবাকেঃ বাবা, বিয়ে করতে কত খরচ লাগে?
বাবাঃ জানি না রে বাবা, আমি এখনও খরচ দিয়ে যাচ্ছি!
- প্রেমিকাঃ তুমি কি আমাকে ভালবাস কারণ আমার বাবা আমাকে অনেক সম্পত্তি দান করে যাচ্ছেন?
প্রেমিকঃ মোটেই নয়। আমি তোমাকে ভালবাসব, সে যে-ই তোমাকে সম্পত্তি দান করুক না কেন।
- একটা বিড়াল আর একটা কয়েনের মধ্যে কী মিল?
- দু'টারই একদিকে হেড আরেক দিকে টেইল আছে।
- কোথায় সবসময় 'টাকা' পাওয়া যায় - যে কোন পরিস্থিতিতে?
- ডিকশনারিতে!
- আহা, যদি আমার একটা হাতি কেনার টাকা থাকত!
- কেন, হাতি দিয়ে কী হবে।
- না মানে, হাতি না, বললাম যদি টাকা টা থাকত!
যাই হোক এবার কাজের কথায় আসি। ব্যক্তিগত জমা খরচের নিখুঁত হিসেব রাখতে এবং মাস বা বছর শেষে 'এত-টাকা-কোথায়-গেল?' টাইপের ভাবনায় না পড়তে অত্যন্ত কার্যকরী অ্যাপ এসেছে স্টোরে - সম্পূর্ণ বাংলায়!
গুগল প্লে স্টোরের ডাউনলোড লিঙ্কঃ জমা-খরচ
ইংলিশ ভার্সনও আছেঃ Expendily