আমি নীল আকাশের সাদা মেঘ এর দিকে তাকিয়ে পথে হাটি
দু চোখ ভরে আমি আকাশ দেখি
তুলো তুলো মেঘের সাথে উড়িয়ে দেই আমার সপ্ন গুলো
এতে কি কারো কোন ক্ষতি হচ্ছিল ?
এটুকু কি আমার বেশি চাওয়া ?
কেন এটুকু কেড়ে নিতে চাও ?
জবাব দাও ।
এই শহরের যে কোন চায়ের স্টলে
আমি নির্ঝর এর সাথে বসে থাকি,
চা সিগারেট ফুরিয়ে যায়
ভালবাসা রয়ে যায় বাকী ।
বাকী থাকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা,
সপ্ন আরও কত কথা ।
এটা কি কারো সহ্য হচ্ছেনা ?
কারো ক্ষতি চাইনা আমি
এতে কি কারো ক্ষতি হয়েছে ?
অলস বিকেলের সময়টুকুও তুমি নিতে চাও ?
আমাকে নিঃস্ব করতে চাও ?
এটুকু ছাড়া আমার তো কিছুই নেই ।
হাজারও রাত আমি ঘুম পালিয়ে
ছুটে গেছি সুরের টানে,
আসরে আসরে কেটে গেছে
কত রাত কত গানে ।
হাসপাতালে জেগেছি কত রাত
কারো সুস্থতার অপেক্ষায় ।
এগুলোর মাঝেও কি কোন অপরাধ ছিল ?
হয়ত ছিল, না হলে এগুলোও তুমি নিতে চাইবে কেন ?
আমি জানি মানুষ একা
তবুও আমি নিজেকে খুজে পাই
শুধুই আমি মনে মনে কল্পনায়
ভালবাসার মিছিলে,
সেখানে ছিল আমার ভাবাসারা
সেখানে তুমিও ছিলে ।
সপ্তর্ষি মণ্ডল দেখার মত পাওয়ার
আমার চোখে কোনদিনও ছিলনা,
মনে ছিল, মনের চোখের পাওয়ারে
দেখেছি গ্রহ উপগ্রহ, দেখেছি শুকতারা ।
তোমাদের চোখে কত পাওয়ার
তারপরও তোমরা অনেক কিছু দেখনা
যা আমি দেখি ।
সব কিছু কেড়ে নিতে চাও ?
এই চোখ, এত আলো, আমার পৃথিবী - সব
সব নিতে চাও ?
ঠিক আছে, নিয়ে যাও
শুধু মনটা রেখে যেও
মনের চোখটা যেন নষ্ট না হয়........।
( এটা চোখ নিয়ে আমার অনেক লেখার একটি । তখন আমার একটি চোখের আলো নিভে গিয়েছিল । ৪ বার কাঁটা ছেঁড়া করা হয়েছে আমার চোখে। অনেক কঠিন কিছু সময় কেটেছে একা একা ।আল্লাহর অশেষ রহমতে আলো ফিরে পেয়েছি । অনেক কষ্ট পেয়েছি আর এখনও পাই । কারন নিয়ম গুলো আমার খুব বেশি মানা হয়না। আমার চোখ এখনও অসুস্থ।)