''স্বাধীনতা''
তোমার আগমনে রাস্তার মোড়ে মোড়ে তোরণ বাঁধতে পারিনি ।
কিন্তু শার্টের ভাজে বোতামের ফাকে ফাকে
কিছু আশা জড়িয়ে ছিলো, হয়তো সম্পর্ক নামক সুচারু সুতোর প্যাঁচ গুলো খুলে দেবে তুমি,
হয়তো শুধরে নেবে কিছু, কিছুটা শুধরে দেবে আমাকেও ।
হয়তো আরও অনেক ভাবনা,
কিছু বলবে,ছুয়ে দিয়ে সারিয়ে তুলবে অসুস্থ প্রাণ । ... বাকিটুকু পড়ুন
