ভোরের রোদ্র এসে ঘাসের শিশিরে মেঘের দেশে চলে যেতে বলে
শিশির মেঘের দেশে গিয়ে বৃষ্টি হয়ে ঘাসের মাঝে ফিরে আসে-
বৃষ্টি হাসে শিশিরের কথায়। তাহলে আমরা দু’জন কেন প্রিয়?
এক জুটিতে আমরা দু’জন এক সাথে থাকার প্রত্যয়ে একত্রিত।
শীতের প্রভাতে ফুলের গা ঘেঁসে রোদ্র এসে আমার গায়ে জড়ায়-
এ খবরে ক্ষেপে যাবে কি শিশির? বৃষ্টির কথায় শিশির হাসে
ভোরের রোদ্র তো নিতান্ত শিশু সেজন্য ক্ষমা করে দিলাম
শিশিরের কথায় বৃষ্টি বলে, তাহলে রোদ্রকে কোলে করে নাচব?
ওরা কথা বলে সময়ের স্রোতে ভেসে ভেসে সুখের জলে সিক্ত হয়ে
তাদের আনন্দ দোল খায় পার্কের অদৃশ্য দোলনায় দুলে দুলে আরামে
নিন্দুকেরা বাঁকা দোখে তাকিয়ে বলে গেল গেল গেল উচ্ছন্নে সব
ওরা বলে বিবাহের দড়ি আন বাঁধা পড়ি, সব তবে হয়ে যাবে ঠিকঠাক।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৮:৩৮