ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক
দু'চোখ ভরে দেখবে তখন আকাশ তোমার বাড়ছে কেমন
সেই আকাশেই জন্ম নেয়ার, সূর্যটার আলো দেয়ার
ইচ্ছে তোমার বুকের জমিন তীব্রভাবে স্পর্শ করুক...
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক...
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
****************************************
কতদিন হয়ে গেলো কিছু লেখা হয় না। নিজের লেখা প্রথম পাতায় দেখার অনুভূতিটা কেমন সেটাও অতটা মনে পড়ে না। হয়তো ব্লগে নতুন পোস্ট লেখার নিয়মটাও ভুলে গেছি।


আমার আসলে খুব জানতে ইচ্ছে করছে যে আমার ব্লগ বন্ধুরা সবাই কোথায় কেমন আছে। এই পোস্টটা আসলে এক ধরণের 'হাই' জাতীয় ব্যাপার। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো?
