বাদ্যযন্ত্র হিসেবে গিটার জিনিসটা আমার মোটামুটি পছন্দ (খুব বেশি পছন্দ বললাম না কারণ এর চেয়ে আমার আরও অনেক বেশি পছন্দের বাদ্যযন্ত্রও আছে বেশকিছু)। সমস্যা হলো এই ধরণের (একইসাথে গিটার নির্ভর এবং ভালোলাগা) গানগুলোর সংখ্যা এতই বেশি যে অনেক চেষ্টা করলেও একটা পোস্টে আঁটানো সম্ভব না, কাজেই আগে থেকেই চোখ বন্ধ করে বলে দেয়া যায় যে আমি এরকম যতগুলো গানের নাম দিতে পারবো, অন্য ব্লগাররা তারচেয়েও আরো অনেক বেশি দিতে পারবেন--- অতএব অতি দ্রুত পোস্টের কলেবর বেড়ে চলবে। এই গানগুলো বিভিন্ন ব্লগে বিভিন্ন পোস্টে পাওয়া কাজেই এই পোস্টের ফাঁকে ফাঁকে বিভিন্ন ব্লগাররা ভেবুর পক্ষ থেকে একটা করে থ্যাঙ্কস পাবেন।
১. প্রথম গানটার জন্য ধন্যবাদ পাবে কাঙাল মামা কারণ তার পোস্টেই এই গানটার সন্ধান পেয়েছিলাম প্রথম। এই গানটারই একটা মেল (পুরুষ) ভার্শনও আছে কিন্তু অত ভালো লাগে না সেটা। ফিমেল ভার্শনটায় গিটারের ঝনঝনানি বেশি, আর আমার সেটাই ভালোও লাগে বেশি।
এই গানটার অডিও ডাউনলোডেবল ভার্শনের খোঁজ চেয়ে বিপুল পরিমাণ সাড়া পেলাম (এখন পর্যন্ত ৩টা লিঙ্ক পাওয়া গেছে)।
ব্লগার মৃন্ময় আহমেদের দেয়া লিঙ্ক
ব্লগার কাঙাল মামার দেয়া লিঙ্ক
ব্লগার আলিম আল রাজির দেয়া লিঙ্ক
Click This Link
২. এরপরে যে গানটার কথা মাথায় আসলো সেটার কথা বেশি না বলাই ভালো, কারণ ওনলি দ্য সং ইজ দ্য প্রুফ ফর ইটসেলফ! এভাবে চিন্তা করলে অবশ্য অঞ্জন দত্তের অনেক গানের কথাই বলা যায়, আপাততঃ নাহয় এইটাই বললাম।
অডিও ২৪৪১১৩৯
৩. মোহিত চৌহানের সাথে পরিচয় হয়েছে অনেক আগে, সিল্ক রুটের সেই Boondein অ্যালবামটা রিলিজ হওয়ার সময়ই। এখন সে আর ঐ ব্যান্ডের মেম্বার হিসেবে পারফর্ম করে কিনা জানিনা তবে সলো আর্টিস্ট হিসেবে মুভির প্লেব্যাকে তার সাম্প্রতিক সময়ের পারফর্মেন্স অতুলনীয়... বিশেষ করে এই একটা গান শুনতে শুনতে তো নেশা ধরে যাচ্ছে প্রায়!
অডিও ভার্শনটা আছে এখানে ,সর্বশেষ ট্র্যাকটা।
৪. এবারে যে গানটা দিতে মন চাইলো সেটাও অনেক পরিচিত গান, চিনবেন কম বেশি সবাই। আমাকে এই গানটা দিয়েছিলেন বিলাইদা (শাওন৩৫০৪) আমার একটা গান পোস্টে কমেন্ট হিসেবে। আসলে গান পোস্ট দেয়ার একটা খুবই বড় প্লাস পয়েন্ট হলো নিজের পছন্দগুলো যেমন শেয়ার করা যায় তেমনি অন্যদের কাছে থেকেও অনেক নতুন গানের সন্ধান পাওয়া যায়। গান জিনিসটার ব্যাপারে যেহেতু আমি শিকারী গোত্রের কাজেই সবসময় এই ধান্দায়ই থাকি আর কি!
Audio for Hey there delilah
৫. সর্বশেষ যেটা দিচ্ছি সেটা কয়েকদিন আগে পেলাম ব্লগার মোস্তাফিজ রিপনের পোস্টে। রিপন ভ্রাতার শুধু যে লেখলিখি চমৎকার তাই নয় গানের চয়েসও দারুণ! পাওয়ার পর থেকেই ধুমসে শুনে যাচ্ছি। মজাই মজা!
Audio for The only Exception
************************************************
কমেন্ট থেকে পাওয়া দু'টো ট্র্যাক বোনাস হিসেবে দিয়ে দিলাম।
অমিতের দেয়া দ্যাটস নট দ্য শেপ অভ মাই হার্ট (আনপ্লাগড ভার্শন, শুধু গিটারের সাথে)। অসাধারণ লেগেছে।
আর আমার মত রাহাত ফতেহ আলি খানের ভক্তদের জন্য এটা।
Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৭