সাধারণতঃ এই ধরণের পোস্টগুলোতে একটা বিশেষ স্ক্রীনশট দেয়া হয়, কাজেই আমি আর না দিয়ে যাবো কই!

পোস্ট আসলে অনেকগুলোই করেছি (এইটা মনে হয় আমার ৩১তম পোস্ট), কমেন্টও ম্যালা পেয়েছি কিন্তু সব আলমারিতে তুলে রেখেছি তো, তাই এরকম দেখাচ্ছে আর কি।
গতবছরের এরকম সময়টার কথা মনে পড়ে মাঝেমাঝে, আবার ভুলেও যাই। হয়তো কিছু কষ্ট আছে কিন্তু কোনও অনুশোচনা নেই। একেবারেই না।
আচ্ছা বর্ষপূর্তি পোস্ট এত সিরিয়াস না হওয়াই ভালো, মজার কথা বলি বরং দু'একটা। এক বন্ধু এই ব্লগটার খোঁজ দিয়েছিলো একদিন। সেটা মোটামুটি ২০০৮ সালের মাঝামাঝি বা তার কিছু পরের সময় হবে। আমি তাকে জানালাম যে অফিসে তেমন কাজ নেই, আমার সময় কাটতে চায় না। সে বললো যে Somewherein Blog বলে একটা জায়গা আছে, চুপচাপ পোস্টগুলো পড়ে যেতে পারলে সময় কেটে যায় দারুণ!
ঢুকতে গিয়ে দেখি এরকম কোনও ওয়েবসাইটই নেই, কিছুতেই পেজ ওপেন হয় না। মহা বিরক্ত হয়ে শেষ পর্যন্ত আবার গেলাম সেই দোস্তর কাছে, বললাম- এইটা কি অ্যাড্রেস দিলি বাপ, ঢোকাই তো যায় না!
সে চোখ চিকন করে বললো- তুই অ্যাড্রেসবারে কি লিখেছিলি বল তো?

আমি দাঁত বার করে বললাম- কেন, Everywherein Blog!
