নিঃশ্বাস
চোখ বুজে কথকতা
জড়ো গল্পে আর নেই কেউ,
হলদে বাড়ি খয়েরী জানলার
বোনা মাকড়শার ঘর
পষ্ট দেখি রোজ, কিম্বা নিশুতি রাতের বড্ড ভয়।
দুপুরের ভাতঘুমে
মাছের পদের স্বাদ হতাশার রোদে
কড়া হয়ে
কোটরে জ্বালা ধরায় ভীষণ,
কেউ আর নাছোড়বান্দা নই।
রোজনামচার মতোন সম্বোধনের ভোরবেলা
চায়ের পেয়ালাতে একটুকু তেষ্টা এবং
এলার্মের শব্দে বাজে
গোমড়ামুখো খুন।
জঙ্গধরা বিকেলে কবিতারা মৃতপ্রায়।
ঠিক তক্ষুনি
আমরা কতেক আবহ হারাই,
ওরা ভাসে জলের হাওয়ায়,অনাহুত পুঁথির মতোন,
মায়াঘোরে কিঞ্চিত
ক্লান্তিরা ফের
নিদারুন আঁকিবুঁকি ঠুকে দেয়
আহামরি চিত্রপুত্তলিকাতে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০