প্রথমেই বলে নেই আমি নিজেই ফায়ারফক্সের ভক্ত ছিলাম আজ থেকে ৩ মাস আগেও, শিয়াল ছাড়া কিছু চিন্তাও করতে পারতাম না, কিন্তু দিন বদলাইছে, এখন পুরাই ক্রোমের প্রেমে পইরা গেছি, খারাপ লাগে যখন দেখি শিয়াল প্রেমীরা আমার প্রেমিকারে নিয়া কয় 'অর এই গুণ নাই, অই গুণ নাই'
ধুরু মিয়া জানেন না বইল্লা কন, আমিতো কই ক্রোম হইল রুপে-গুনে অনন্যা । আজকে ক্রোম নিয়া সকল সমস্যার সমধান দিয়া দিলাম, লন আমার গার্লফ্রেন্ড আপনাদের জন্য
1.ইন্সটলেশন : ক্রোমের আপনি দুই ভাবে ইন্সটল করতে পারেন-অনলাইন আর অফলাইন। অনেকেরই অভিযোগ উইন্ডোজ সেটআপ দিলে ক্রোম বারবার নেট থেকে নামাতে হয়, এইজন্য এই নেন অফলাইন ইন্সটলার , একবার খালি পিসিতে নামাইয়া রাখেন, জীবনে আর ডাউনলোড করা লাগবোনা।
2.চলেন এইবার এরে রুপে-গুনে অনন্যা করি
ক।অ্যাডব্লক খালি ইন্সটল করেন, এর কাম না জানলেও চলব, অ্যাডমুক্ত ব্রাউজিং
খ।স্ক্রিনশট স্ক্রিনশট নেয়ার আসলে অনেক এক্সটেনশন আছে, যে যেইটা ইউজ করেন, এইটা ইন্সটল করলে দেখবেন উপরে ক্যামেরার লাহান একখান আইকন আসছে, অইখানে অপশন সিলেক্ট করে স্ক্রিনশট নিতে পারেন, এইটাও ব্যাবহার করতে পারেন
গ।গুগোল ডিকশনারি আইকনে ক্লিক করে শব্দটা লিখে দিলেই মিনিং
ঘ।ওয়েব টু পিডিএফ যেই কোনও পেইজ লাইক হলও, পেইজটা পিসিতে সেইভ করতে চান? এইটা ইন্সটল করেন, উপরে আইকন আসবে, ওখানে ক্লিক করলে এইটা দেখবেন ওখানে conver to pdf-এ ক্লিক করলে দেখবেন কাজ শুরু হবে, না হওয়া পর্যন্ত অন্য কোথাও ক্লিকাবেন না, কিছুক্ষনের মধ্যেই আপনাকে অপশন দেখাবে সেইভ করতে চান নাকি অনলাইনে পরতে চান, আপনার যেইটা ইচ্ছা করেন
ঙ।বুকমারকিং xmarks সবচাইতে কামের জিনিস, আমরা ব্রাউজ করার সময় অনেক কিছু বুকমারক করি, কিন্তু উইন্ডোজ সেটআপ দিলে সব ভেনিশ, অথবা আপনি শিয়ালে যেইটা বুকমারক করছেন সেটা ক্রোমে চান, এই সব সমস্যার সহিহ সমাধান হইলো এইটা। জাস্ট ইন্সটল করেন, করার পর আইকনে ক্লিক করে একটা একাউন্ট করে লগ ইন করেন, আপনার বুকমারক গুলো সাড়া জীবনের জন্য আপনার হয়ে গেলো, পৃথিবীর যেকোনো পিসি থেকে আপানার বুকমারকগুলো পেতে চান? শুধু সাইটে গিয়ে লগইন করে my bookmarks-e যান, দেখবেন আপনার সব বুকমার্ক চইলা আসছে।
যারা শিয়ালে থাকা বুকমার্কগুলুর মায়ায় শিয়াল ছারতে চান না তারা এইখানে যেয়ে শিয়ালের জন্য অ্যাডঅন টা নামাইয়া রিস্টার্ট করেন, দেখবেন এইরকম একটা ছবি আসছে ছবিটার উপরে ক্লিকান,এইবার একাউন্ট করেন অথবা লগইন করেন, তারপর খালি শিয়ালরে কোপ মাইরা ক্রোমটা খুলেন দেখবেন, সব বুকমার্ক ক্রোমে চইলা আসছে
চ।ওটো পেইজার এইটার অনেক কাজ, শুধু সহজে বলি আপনার সার্চ করার সময় বারবার আর নেক্সট ক্লিকান লাগবোনা, ওটো নেক্সট পেইজ ওপেন হবে
ছ।মেইল চেকার অসাধারন কাজের, আপনি ক্রোম খুললেই, আপনার নতুন মেইল নোটিফিকেশন দেখাবে, এছাড়া আপনি আইকনে ক্লিক করেও মেইল দেখতে বা পাঠাতে পারবেন, একদম সহজে
জ।বুকমার্ক বাটোন ক্রোমে একটা সমস্যা ছিলও বুকমার্কের জন্য আলাদা বাটন ছিলনা, এইটা ইন্সটল করেন, আপনার টুলবারেই, তারা আইকন দেখাবে যা ক্লিক করলেই আপনার বুকমার্কগুলু আলাদা পেইজে খুলে যাবে
ঝ। ইজি রিডিং আমরা যারা সামু বা অন্যান্য ব্লগ পরি তাদের জন্য চরম জিনিষ, ইন্সটল করে আইকনে ক্লিক করে enable Tidyread সিলেক্ট করে, এবার সামু বা অন্যান্য সাইট খুলুন, দেখুন আপনার পরার জন্য কত সুবিধা হয়ে যাবে,ফন্ট ছোট-বড়, বা কালার চেঞ্জ সব অপশন আছে
একি কাজে এইটাও ব্যাবহার করতে পারেন, ইন্সটল করে যখন দরকার তখন আইকন থেকে ইনাবেল করে নিবেন
যারা নেটে পড়তে পছন্দ করেন তাদের দারুন কাজে লাগবে এই দুটূ
ঞ।ফেইসবুক সলিউশন : ফেইসবুকে চ্যাট করার সময় ইমো না থাকা যে কত বড় যন্ত্রণা, অনেকে বিভিন্ন ইমো ইন্সটল করেন যা অন্নের পিসিতে ইন্সটল না থাকায় শো করেনা, এই সমস্যার সমাধানে এইখানে যান , খালি ইন্সটল ক্লিকান, তারপর ফেইসবুকে ঢুকেন,আপনার চ্যাটবক্সের উপরেই সব ইমো পাবেন
এইটা ইন্সটল করলে যেকোনো ফেইসবুক ইমেজের উপর মাউস নিলেই জুম দেখতে পারবেন, চাইলে এই অপশন বন্ধ করেও রাখতে পারেন, চ্যাটবক্সের পাশেই দেখবেন একটা আইকন আসবে, ওইটা ক্লিক করলেই শেষ
ফেইসবুকের theatre mood পছন্দ না? এইটা ইন্সটল করেন
আজকে আর পারুম না ভাই, এরপরেও যদি কন ক্রোম ইউজ করমুনা তাইলে খবর আছে, কোনও সমস্যা হইলে জানাইয়েন
শেষ-মেষ একটা আকুল আবেদন, আমাকে সেইফ করা হোক, একটা সেইফ আইডির শখ বহুদিনের