সামু ব্লগের দশজন সেরা ব্লগার নির্বাচন নাকি মনোনয়ন, নির্বাচন প্রক্রিয়া ও ব্লগ আড্ডার প্রতিক্রিয়া !!!
প্রশ্ন পত্রই হাতে দেয়া হল না অথচ পরীক্ষার রেজাল্ট বের হল!
ভোটারই নেই, আশ্চর্য বিপুল ভোটে জয়লাভ করল!
হাজিরা খাতায় উপস্থিতির হার বিবেচনা করে যদি বার্ষিক পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় তো আর পড়াশুনার দরকার কি!
যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ সালাম, কারন এখানে ব্লগারের নিজের ভূমিকা ছিলনা।
নির্বাচিতদের অবশ্যই ধন্যবাদ জানাই।
কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন প্রক্রিয়া নিয়ে ।
একটা বিষয় উকিঝুকি মারছে সেরা ব্লগার নির্বাচন করবে টা কে ?
এটা কি নির্বাচন নাকি মনোনয়ন।
কাকে কোন ক্যাটাগরীতে নির্বাচিত করা হল এটা এখনো অস্পষ্ট, নাকি মূখ দেখে বাড়ীয়ে দেয়ার প্রবণতা।
ব্লগে যারা ভাল লিখেন তাদের পাঠক, ভক্ত নিশ্চয় সাধারন ব্লগারগন , একেক জনের একেক রকমের মূল্যায়ন থাকতে পারে , পছন্দ অপছন্দ আলাদা হতে পারে।
কিন্তু কে কাকে কোন বিষয়ে পছন্দ করে এটা একান্ত ব্লগারের ব্যক্তিগত বিষয়।
ব্লগ যেহেতু একটি উম্মুক্ত মাধ্যম সেক্ষেত্রে এ মাধ্যমের প্রাণ কারা? যারা অন্যদের উৎসাহ প্রদান করেন, ব্লগিং করে মাতিয়ে রাখেন ব্লগ বাড়ীকে তাদের বিষয়ে কেন কোন সম্মাননার বিবেচনা করা হল না!
যেমন (জিশান শাহ ইকরাম, শিপু ভাই, সায়েম মুন, ফাইরুজ, গুরুজী, সুপান্থ সুরাহী, বৃষ্টিধারা প্রমুখ।)
ব্লগ যদি মেশিন হয় তাহলে উনারা হবেন ফুয়েল আর ফুয়েল ফুরিয়ে গেলে মেশিনের কি দশা সে বিবেচনা আপনারাই করবেন।
গুণের কদর যদি নাই থাকে গুণীজন আর তৈরী হবে না , এটি হবে ডাল পুরি খাওয়া সাংবাদীকদের পত্রিকা অফিস। কারন একশ্রেণীর সাংবাদীকের কোন কাজ নেই তাই পত্রিকা অফিসের নিচে ডাল পুরি খাওয়া নিয়ে ব্যাস্ত থাকেন।
আর প্রকৃত গূণীকে মূল্যায়ন না করে বিজাতীয় সংস্কৃতিকে স্বাগত জানিয়ে যারা আমার দেশের কৃষ্টি কালচার ধংস করতে চায় এমন আত্ম পরিচয়হীন সংকরজাতের ব্লগারকে আকাশে তোলা মানে বাঙ্গালী সংস্কৃতি কে তিরষ্কার করা।
আমার বুঝে আসলো না কোন বিবেচনায়, জুলভার্ন, সাইমুম , হাসান মাহবুব, রাগ ইমন, স্বদেশ হাসনাইন, সৈয়দা আমিনা ফারহিন, জুন, আইরিন সুলতানা, রাইসুল জুহালা, দূর্যোধন, লেখাঝোকা শামীম প্রমুখকে অবমূল্যায়ন করা হল ।
বিজয়ীদের পাশাপাশী উল্লেখিদের মূল্যায়নে আনলে সম্মানের পরিধিটা বাড়ত বলেই আমার মনে হয়।
বছর শেষে ব্লগ আড্ডা অবশ্যই একটি সুন্দর আয়োজন।
আমার মনে হয় এখানে একজন ব্লগার আরেক জন ব্লগারের সহিত পরিচিত হবে, দু এক মিনিট করে নিজের অনুভুতি প্রকাশ করবে , সামু ব্লগের সমৃদ্ধির বিষয়ে ব্লগার গন একটি সিদ্ধান্তে উপনীত হবে, হতে পারে একটি পিকনিকের আয়োজন , থাকবে একটা ফটো সেশন।
জানা আপু আর আরিল ভাইএর সাথে কর্তৃপক্ষকে ধন্যবাদের সহিত সংবর্ধনা।
এখানে জ্ঞাণ দান করার জন্য হায়ার করে এনে উনার আলোচনার জ্বালায় ব্লগার দের বিরক্তির বহিপ্রকাশই ব্লগ আড্ডার মূল সেশন।
সরকারের কোন কর্তাব্যাক্তি থাকলে দোষের কিছু নেই উনি দেশের সমৃ্দ্ধির বিষয়ে ব্লগারদের আবেদন রাখবেন। নাগরিক সচেতনতা বাড়াতে ব্লগারদের প্রতি নিবেদন করবেন।
যদি এমন হতো বছর শেষে সেরা ব্লগার নির্বাচন করবে দশটি বিষয়ে উপর , কর্তৃপক্ষ বিষয় নির্ধারণ করে নোটিশ ঝুলিয়ে দিতেন আর বলতেন আপনারা যে যার মত করে মতামত দিন।
প্রয়োজনে সেরা দশের জায়গায় প্রতিটি বিষয়ে ফাস্ট, সেকেন্ড ,থার্ড সর্বমোট ত্রিশজন ব্লগার নির্বাচন করা যেতে পারতো, লক্ষ ব্লগারের মাঝে এ সংখ্যা বড় কিছু নয়।
সামু ব্লগ একটি দালানের মত , একেক জন ব্লগার এর প্রতিটি ইট, গুণী লেখক ব্লগারগণ এর ফাউন্ডেশন এখন যদি কোন দোকানির মন রক্ষার্থে দুই নম্বরী সিমেন্ট বালু দিয়ে ফাউন্ডেশন তৈরী করা হয় তাহলে দালানের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে।
প্রশ্ন থেকে যাবে এর উদ্দেশ্য নিয়ে।
পরিশেষে শুধু এটুকু বলব , সামুব্লগ আমার ভাবের আদান প্রদানের জ্বল পরী, অনুভবের নায়ীকা, লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ ছিল না,
ব্লগ বাড়ীতে পদার্পণ করে আমি হয়েছি ধন্য ।
চিন্তা জগতের অধিবাসীরা আমার প্রাণপুরুষ,
তাদের বঞ্চিত করে আমায় করিও না হীনমন্য।
ব্যাক্তিগত অভিমত প্রকাশ করলাম ভুল হলে ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭