জাতিস্মর
~
বুকের গহীনে শীতকাল। আরও গহীনে,
অরণ্য জন্মাবার পূর্বে গাঢ় হলো বেদনা।
নিহত যে পাখি- সে ভুলে গেছে উড়াল। শুকনো পাতার
ওপর পড়ে আছে শব্দহীন পায়ের অস্পষ্টতা; ফেরারী সূর্যের
ডানা।
ধোঁয়ার ভেতর সে চলে গেলো, এভাবে তাকে আর দেখা গেলো না।
পালক
~
সন্ধ্যার সুগন্ধি উষ্ণ হয়ে এলে; গাঢ়তর হলো
সৌন্দর্য
মানুষের ফিসফিসানিতে- ব্যক্তিগত
ফুলদানির জাদু আজ যতোটা সম্ভব অলৌকিক
পিঠ থেকে খসে গেছে শাড়ির আঁচল—
মনে হয়
সাজঘর থেকে ফিরে
কেন যেন অন্যমনস্ক হয়ে আছো খুব।
সাদাকালো
~
যে দৃশ্যে ভুরভুর করে ভেসে আসে
আতরের গন্ধ- সেই দৃশ্য আমি ঘুমের ঘোরে দেখি।
পাশের বাগানে বাড়ির ছায়া ঢাকা পথ; তসবিহ
হাতে নানা যাচ্ছেন নামাজে;
সেই কবে থেকে মা ভাঁজ করছেন
কাঁথা।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩