পাথর
-------
জীবন; কার চোখের স্বপ্ন- জানি না।
সেই শুষ্ক নীল পাথরের চোখ।
ইদানীং সবকিছু এতো নির্বিকার লাগে
যেন-
কোথাও কোনো ঢেউ নেই।
প্রাণের স্পন্দন নেই।
শুধু, ঘুমিয়ে গেলে
বাগানের একটি ফুল
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখি।
পাক্ষিক
--------
এতোটুকু জীবন। ঘরের
মধ্যিখানে ঘর আর হাওয়া। খবর রাখি না-
নখের; ঘড়ি কীভাবে কাটায় তার সময়। রাতের
সমুদ্র থেকে দীর্ঘ পায়ে উঠে এলো কেউ।
ছোট মোমবাতি দপ করে নিভে যায় হেমন্তের বাতাসে।
একটা বিষণ্ণ জানালা- বারবার খুলে গেলো
বকুলফুলের ঘ্রাণে।
আমরা অনেক সময় চাঁদ নিয়ে অনেক
কথা বলি; কিন্তু আমরা বুঝি না- চাঁদ মূলত
কিসের সাথে সম্পর্কিত।
কবি, আপনি হয়তো জানেনও না
বরিশালে কোনো এককালে আপনার একজন প্রেমিকা
ছিলো।
ছায়া ও নৈকট্য
-------
যেভাবে খুলে দিলে আমার অন্তর্বাস।
পারলে সেভাবে খুলে দিও
বেদনা।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৫ রাত ১১:৫৫