যা বলতে চাই: অনেক দিনের আগের কথা। তখন নতুন নতুন সরকারি চাকরি তে দরখাস্ত করা শুরু করি। বিজ্ঞপ্তি তে লেখা থাকতো যে “আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এর সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেনী গেজেট কর্মকর্তা থেকে সত্যায়িত চার কপি ছবি, প্রথম শ্রেনী গেজেট কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি।”
এখন সত্যায়িত শিক্ষাগত সনদ চাইতেই পারে। ছবিও চাইতে পারে। চারিত্রিক সনদ এবং চেয়ারম্যান সার্টিফিকেট ও চাইতে পারে। এখন ছবি গেজেট কর্মকর্তা কেন সত্যায়িত করবে? সে কি আমার নাম জানে? আর চারিত্রিক সনদ ও তার কাছ থেকে নিতে হবে কেন? আমার চরিত্র ভালো কি না সেটা পুলিশ ভেরিফিকেশন করলেই হয়।
ছবি সত্যায়িত এবং চারিত্রিক সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বা ওয়ার্ড কাউন্সিলর কাছ থেকে নিতে হবে। কারন তারা আমাদের সুপরিচিত। আর ঐ গেজেটে কর্মকর্তা তো অন্য জেলা থেকে এসেছে। তারা তো আমাদের চিনার কথা না। তাহলে সে আমাদের ছবি সত্যায়িত কিভাবে করে আর আমাদের চারিত্রিক সনদ কিভাবে দিবে? এই বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
চারিত্রিক সনদ আনতে আমার যে অবস্থা হতো: আমি যখন চারিত্রিক সনদ আনতে যেতাম, তখন সহসা সনদ সত্যায়িত করা গেলেও চারিত্রক সনদ আনতে পারি না। তখন অফিসের পিয়নের পা চেটে চারিত্রিক সনদ আনা লাগতো। আমাদের প্রাণের সোনারগাঁও কলেজ সরকারি হবার পর অধ্যক্ষ এর কাছ থেকে সহজেই চারিত্রিক সনদ আনতে পারতাম।
অন্যজন যা করতো: চাকরির আবেদন উপজেলা পোস্ট অফিস বা জিপিও তে যখন পোস্ট করতে যেতাম তখন দেখতাম অনেকে নকল সীল মোহর বানিয়ে নিজের ছবি তে নিজেই সত্যায়িক করিতেন।