বসে আছে , ঘরের এক কোণে,
নিঝুম রাত কোথায় কোন শব্দ নেই, আছে শুধু ঐ পিদিম টা যেটা জ্বলছে মিটমিট করে ঘরের এক কোণে.
মধ্য রাত পেরিয়ে গেছে কখন হিসেব নেই, দুটি চক্ষু ছেয়ে আছে কোথায় যেন . সেই হারানো দৃষ্টিতে কি আছে ? আছে কি কিছু , নেই !
আছে, চোখের কোনটাই এক ফোটা জল ফিদিমের আলোই চিকচিক কবে দেখা যায়, আছে কি কিছু তাতে।
আসবে না আর তার প্রিয় খোকা, একুশের এই রাতেই খোকাকেই নিজ হাতে শেষ খাওয়ার খাইয়েছিল।