অনেক আবাল-ভন্ড চিল্লাইয়্যা গলা ফাটাইতাছে যে, ইসলামের হেফাজতকারী তো আল্লাহ্ই তবে হেফাজতে ইসলামের ইসলাম হেফাজতের কী দরকার!
এই সকল আবালদের প্রতি সহজ-সোজা জবাব:
*রিজিকের মালিক তো আল্লাহ্ তায়ালা, তিনিই সকলের রিজিকের ব্যবস্থা করে দেন- তবে আপনি কেন রিজিকের সন্ধান করেন????
*রাসুল স: কেন ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধ করেছিলেন???
*সাহাবায়ে কেরাম র: কেন ইসলাম রক্ষায় আন্দোলন করেছিলেন???
সকল কিছুই আল্লাহ্ তায়ালার পক্ষ থেকে হয়ে থাকে এটা যেমন ধ্রুব সত্যি ঠিক তেমন সত্যি এই সকল কিছু্ই আল্লাহ্ তায়ালা তাঁর বান্দাদের মাধ্যমে করিয়ে থাকেন।
তিনি কিছু কিছু ব্যপার বান্দাদের ইচ্ছার উপর ছেড়ে দেন, তাতে কেই ভালো করে- কেউ মন্দ করে। আর বান্দার এই ভালো-মন্দ কর্মের উপর ভিত্তি করেই বান্দার ঈমান পরীক্ষা হয় আর তার ভাগ্য নির্ধারণ হয়।
বিঃ দ্রঃ আবালরা এবার কী জবাব দিবি???
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৩