-হায়!
-হায়!
-হোয়ার আর ইউ ফ্রম?
-বাংলাদেশ। ইউ?
-জ্যামাইকা
-হোয়াট ডু ইউ ডু?
-আই অ্যমা এ ফি-মেইল বডি বিল্ডার। হাইট সিক্স ফিট থ্রি, ওয়েট হানড্রেড এন্ড থার্টি পাউন্ড।
-ওয়াও!
-হোয়াটস্ অ্যাবাউট ইউ?
-আই অ্যাম ফাইভ ফিট। নট অ্যাজ ওয়েল বিল্ট অ্যাজ ইউ আর।
-সো ইউ আর ফ্রম বাংলাদেশ, রাইট? আই ক্যান স্পিক বাংলা টু।
-রিয়েলি? হোয়ার ডিড ইউ লার্ন বাংলা?
-ওয়েল, আমার মায়ের দিকের অ্যানসিস্টাররা অনেক আগেই এখানে এসেছিলেন বাংলাদেশ থেকে। আমি বাংলা জানি কিছু।
-এত সুন্দর বাংলা বলছ এত দূর থেকে ভাবতেই ভাল লাগছে।
-ধন্যবাদ
-স্বাগতম
-তোমাদের দেশের মেয়েরা কেমন? শুনেছি তোমাদের দেশের সব কিছু বেশ রক্ষণশীল।মেয়েরা নাকি ভ্যেইল পড়ে। আই হেইট দ্যাট।
-হ্যা তা পড়ে।
-কিন্তু কেন ? এই আধুনিক যুগে? তোমাদের দেশের মেয়েরা নাকি যেখানে খুশী সেখানে ঘুরে বেড়াতে পারেনা। তাদের নাকি তাদের বাবা মার পছন্দের পার্টনার সিলেক্ট করতে হয়? এগুলি কি সত্যি?
-হ্যা ঠিকই শুনেছ।
-লাইফ লং একই পার্টনারের সাথে থাকতে হয়। ভাল না লাগলেও চেইঞ্জ করবার উপায় নেই!
-হ্যা কিছুটা ওরকমই।
-এ কেমন কথা? তোমরা এখনো বিবাহ প্রথাকে মেনে নিচ্ছ কেন? কেন নিজেকে আরো স্বাধীন কর না? নিজের ইচ্ছে বলে কি কিছুই নেই তোমাদের? এত ব্যাকডেটেড কেন তোমরা?
-কি করবো বলো, আমাদের সমাজ ব্যাবস্থাটাই যে এরকম।
-জানো, আমি এরকম ভাবতেই পারি না। আমার তিনজন বয়ফ্রেন্ড। তাদের সকলের সাথে আমার একটি করে সন্তান আছে। বাচ্চারা আমার কাছে থাকে আবার ওদের বাবাদের কাছেও থাকে।আমার বয়ফ্রেন্ডদের আরো অনেক গার্লফ্রেন্ড আছে। তারপরও তারা আমার কাছে আসে আবার ওদের কাছেও যায় যায়, আই ডোন্ট মাইন্ড। আমি একজন নারী হিসেবে ভীষণ স্বাধীন।
-দারুণ। কিন্তু একটা কথা কি কখনো ভেবেছ, সন্তানরা চায় সুশৃঙ্খল পারিবারিক জীবন। বাবা মায়ের স্নেহ আর বাবা মায়ের মাঝে বোঝাপড়া। এমনটা না পেলে ওরা কষ্ট পায়। এ কারণেই বিয়ে প্রথাটার উৎপত্তি।আর তার জন্যই , একটি মেয়ে যখন মা হয় মেয়েটি তখন তার নিজের ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে সন্তানের জন্যই সুশৃংখল পারিবারিক জীবন যাপনে চেষ্টা করে। হয়তো স্বামীর সাথে তখন তার ভাল লাগার কিছুই অবশিষ্ট থাকেনা, কিন্তু তারপরও।
-কিন্তু এট ম্যারেজের সংজ্ঞা হতে পারে না। দুটি মনের মিলই হলো ম্যারেজ। আমার যেমন, যখন যাকে ভাল লাগে তখন তার সাথে থাকি।
-তোমার কথা আমি বুঝতে পারছি। কিন্তু আমাদের এ অবস্থা থেকে আমাকে যদি তোমার পরিস্থিতিতে ফেলা হয় আমি জানি না আমি কি করবো। কিন্তু তারপরও চাইবো সুখে শান্তিতে ঘেরা নিজের একটা ঘর। আমার নিজের একটা মানুষ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০১