আমাকে আইন দেখাইও না পরাজিত শুকরের পাল ,
আমাকে দেখিও না সভ্যতা আর শুভ্রতার সাদা নিশান ,
আমি এসবে মুত্র ত্যাগও করি না
আমার বুকের মাঝে খাঁ খাঁ দুপুর ,
ধানের ক্ষেতে বেয়নেটে খুচিঁয়ে হত্যা করা পিতার লাশ
বন্দীশিবিরে বীরাঙ্গনা মায়ের আর্তনাদ,
বোন হারানো বেদনা , পোড়ো ভিটে ,
উঠোনে পড়ে থাকা ছোট ভাইয়ের লাশ
এসব দুচোখে রেখে আমি দাড়িয়ে আছি
এই মাটিতে শক্ত দুই পায়ে '
আমাকে আইন শিখিও না ,
হাইকোর্ট দেখার বাঙাল আমি আর নই ।
আমাকে শুধু অক্টোবর দেখিয়ে মরাকান্না জুড়ে লাভ নেই
আমার শার্টে এখনও শহীদ রিমুর রক্তের দাগ
শিবিরের কিরিচের আঘাতে শহীদ মুনির তপন জুয়েল এখনও মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে দেয় ,
চিটাগাং ভার্সিটিতে রগ কাটে পঙ্গু হওয়া আজিজুল ,
মামুন , ইফতেখার আর দিনার
রাজশাহী মেডিক্যাল কলেজের চিরপঙ্গু হওয়া বাবর,
এই সব ভুলিয়ে দুই একটা অক্টোবর দেখিয়ে
আমাকে ভুলাতে এসো না নোংরা বরাহের দল ।
আমাকে বাকস্বাধীনতা আর সমঅধিকার শেখানোর
বুদ্ধিবৃত্তিক বেশ্যাবৃত্তির ছেনালিপনা দেখিও না
জটাধারী কবি আর উলঙ্গ শিক্ষক
এই সবে আমি মুত্র ত্যাগও করি না ।
আমার মুখ বাধা ৭১ কে ভুলিয়ে দিতে
শুকরপুত্রের সাথে এক পেয়ালায় পান করতে
আহ্বান জানিও না নানা রঙঢং করে ,
ওসব ছেনালিপনা দেখিয়ে বুদ্ধিজীবি হতে পারো
তবু আমাকে ওসব দেখিও না কূয়োর ব্যঙ ।
আমি জানি এদেশের কতোশতো ক্যাম্পাসে
মেয়েদেরকে ইসলাম শেখাতে বেইজ্জতি করে তোমাদের বন্ধুর পাল
কতো শতো ক্যাম্পাসে প্রেমিককে ধাক্কা দিয়ে ফেলে দেয়
ইসলামী জোশ
কতো গ্রামে পূর্ণিমা রঞ্জনারা ধর্মের নামে বলাৎকার হয়
ওদের জন্য তোমাদের বাকস্বাধীনতা আর ব্যক্তিস্বাধীনতাগুলোকে জমা রেখে দাও ।
তোমাদের মরাকান্না কাদোঁ , সোয়ামি গোয়ামিদের জন্য
আর তাদের কানে কানে বলে দিও ,
মূর্খ ,নাদান , অশিক্ষিত , চাষাড়ে গোয়ার এই আমাকে তোমরা কিছুই শেখাতে পারো নি ,
তাই প্রেসক্লাবে , হাটবাজারে , মাঠেঘাঠে , রাস্তায় নদীতে
তারা যেন মুখ ঢেকে হাটে আর দৌড় দেয়ার জন্য রেডি থাকে প্রতিটি সময় ।
দিন বদলাচ্ছে ,
আমি হাতে বাশঁ নিচ্ছি
সেই বাঁশ বড়ো আছোলা ,
তার চেয়ে বেশ দূরে দূরে থেকে যেন
তারা এই সব বাকস্বাধীনতা আর ভব্যতার ওয়াজ ফরমায় ।
বাঁশ ওয়াজ শুনে না , বাঁশ হাতে আমিও নসিহত মানি না ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮