গতকাল থেকেই মিডিয়া কুইন্সল্যান্ডে বন্যা বন্যা করে পাগল অবস্হা করে দিচ্ছিলো। হটাৎ খবরের রিপোর্ট দেখে ভয় পাইছি। ব্রিসবেন শহরের অনেক বিল্ডিং পানির নীচে। আজকে এয়ারপোর্টে টিভিতে দেখলাম পানির তোড়ে মানুষ সহ গাড়ি ভাসে যাচ্ছে! ভয়াবহ!
সিটি সেন্টারের কাছেই ব্লগার আরিয়ানা আপু । ব্রিসবেনে নতুন এসেছেন। ফোন করে জানলাম উনার বাসা ৬ তলায়। সাগরের পাশে। শুনে মনে হলো উনারা ভয়ের অবস্হায় নাই।
আরেক ব্লগার ডাঃ নাআমি আপু আর উনার মেয়েকে নিয়ে ভয়ে আছেন। উনার হাজব্যান্ড মাত্তা ভাই আবার এখন বাংলাদেশে। ফোন করে জানলাম উনার বাসায় ইলেকট্রিসিটিও নাই। কাছের একটা পাড়ায় পানি উঠছে। উপর তলা দিয়ে ছাদে উঠার সিড়িটা জেনে নিছেন। মোবাইলে চার্জ নাই। ভালোই টেনশানে আছেন। তার ওপর গাড়ির ব্যাটারী সমস্যা ।
নাআমি আপুর বাসার কাছেই থাকেন আরেক ব্লগার ম্যাকানিক বস কাজে থেকে বাসায় ফিরছেন বলে মনে হচ্ছে। ফোনে পেলাম না।কাল আবার ট্রাই করবো।
আশা করি আল্লাহ রহমতে আমাদের চেনা তিন ব্লগার সহ বন্যা আক্রান্ত কুইন্সল্যান্ডের সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১০