তাহাদের দেখা হয় নাই কাচা বয়সে
তাহাদের যখন দেখা হলো, দুজনেই পেকে টসটস-
অমিত রোদের তেজে। মেয়েটার মন বসে না ঘরে
ছেলেটার মন থাকেনা ঘরে- দুজনেই উড়ুইড়ু করে
ছেলেটা স্বপ্ন দেখে বাচে, মেয়েটাও স্বপ্নে বেচে থাকে
দুজনেই লিখে রাখে সেই কথাগুলো আকাশ অম্বরে
তাহাদের মন ছিল না ঘরে
তাহাদের দেখা হলো পেকে যাওয়ার পরে।
আমার বন্ধু আশরাফ শিশির, যিনি একাধারে কবি ও সিনেমাওয়ালা, সম্প্রতি রায়চৌধুরীদের মেয়ে গল্পকার কাবেরীর সাথে বাধা পরেছেন। ফেসবুকে তাহার (বন্ধু আশরাফ শিশিরের) এই অঘটন পরবর্তি প্রতিক্রিয়ার ভঙ্গি (আদেখলাপনা) দেইখা আমার মনে হইতেছে তিনি (বন্ধু আশরাফ শিশির) যেন একখানা ট্রফি জিতেছেন (অস্কারের মতোন)... তার এই আদেখলাপনা'রে আমার প্রাণঢালা অভিনন্দন জানাইতেছি....
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৪ ভোর ৫:২৮