মায়াবিশারদ, তুমি কার গাঢ় কাজলের নীচে খোঁজো পাথরছায়া?
তুমি খোঁজো অনুতাপহিম মেদুর নোনা আন্দামানের চোখ
আজ শহর গলিতে তোমার বেথুনগন্ধ হাওয়া
মেলায় শহর রাস্তায় শাড়ি-চুড়ি, চোরা চোখে ক্যাটগ্রেইস...
কবি দেখেছো আজ বোশেখশাণিত দিন,
জন্ডিস, হলুদ টক্সিন...
ভিড় ঘামে বদ্ধ শহরে তবু
রোচনার সিঁদুরসিঁথি থেকে ছিটকে উঠেছে আলো
এই নগর আজ আরশিনগর
পিঞ্জরে লাভবার্ডস চিক টু চিক,
ভুলে থাকে নিশানার দূরাগত পরিযায়ী সুখ
ভুলে যাওয়া ধীর,
ধীর মৃত্যুর মত প্রতীক্ষা দীঘল
একদিন গাঢ় কাজলের নীচে তুমি খুঁজেছিলে পাথরছায়া
তারও আগে বৃষ্টিচুর সন্ধ্যা অন্ধকারে
হারিয়ে ফেলেছো তুমি ধ্রুপদী মুদ্রা পথ
হারিয়ে ফেলেছো কবি এক চিঠি গান
মেঘপাখি ঠোঁট থেকে প্রার্থনার পদ্যহরফ
তার যত শব্দ - সব পাখি
আর বৃক্ষ - কবিতা শরীর
কবি কারো বুকের কাছে গান;
সব কথা বলে দিলে গান
সব চুপ - কবিতা...
মৃত্যুনীল আকাশ তোমার দুই বাহু ছড়িয়ে খুঁজেছে
ঘুমের শান্তি
ঝাপসা হয়ে ওঠা রূপসার দূর
পাইন ছায়া হ্রদ
অনুতাপহিম
কবি আজ তুমি দেখেছিলে বোশেখের দিন
মেদুর আন্দামানের চোখ, মানুষ আর নগরের ঋন
কবির শহর আজ ড্যাফোডিল
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৪