এরপর ধীরে ধীরে ব্যান্ডের লাইন-আপ এ বেশ পরিবর্তন শুরু হয়। গিটারিস্ট এবং ভোকাল রিজু বাদে অন্য সব সদস্য পড়াশোনার চাপে, বিভিন্ন ব্যস্ততায় ব্যান্ড ছেড়ে চলে যেতে বাধ্য হন। এবার রিজুর হৃদয়ের গভীর থেকে উঠে আসে 'আইকনস' ব্যান্ডে একে একে যোগ দেন গিটারিস্ট শওকত আহমেদ সিদ্দিকী (খুব অল্প বয়সেই যে গিটার বাজানোতে দারুণ পারদর্শী), বেইজিস্ট অমিত মুনতাসির, হট এন্ড কুল ড্রামার অসি অমর। এই লাইন-আপ অটুট থাকে এবং ২০০৪ সালে দূরে ভাই এর প্রযোজনায় তুমুল জনপ্রিয় মিক্সড অ্যালবাম 'লোকায়ত'-তে কাজ করার সুযোগ পায় তারা। লোকায়ত অ্যালবামে ক্রিপটিক ফেইট, ব্ল্যাক, ক্র্যালসহ অনেক রকিং ব্যান্ড Participate করেছিলো। তবে এবার 'সাইক্লোন ঝড়' বয়ে যায় সারা দেশে। আইকনস তাদের সমস্ত প্রতিভা ও মেধা কাজে লাগিয়ে তৈরী করে দ্বিতীয় সিঙ্গেল 'অহংকার'। আধুনিক অল্টারনেটিভ রক গান বলতে যা বোঝায় তার সবই উপস্থিত ছিলো এই গানে। 'অহংকার' গানের লিরিকসও যেমন দুর্দান্ত তেমনি সুন্দর গানের কম্পোজিশন। লিরিসিস্ট ফয়সাল আকরাম ইথার আইকনসের লাইফ টাইম পার্টনার কেননা পরবর্তীতে সবগুলো গানে ইথার রচিত স্নিগ্ধ লিরিকস গুলোই প্রেরণা যুগিয়েছে আইকনসকে।
পরবর্তী বছরেই (২০০৫ সালে) 'আইকনস' আরো একধাপ সামনে এগিয়ে যাবার গৌরব অর্জন করে এবং বেসবাবা সুমন এর প্রযোজিত মিক্সড অ্যালবাম 'আগন্তুক ৩' এ কাজ করার সুযোগ পায়। এখানেও আইকনসের 'বাজিমাৎ'। রক আর ক্ল্যাসিকাল ধাঁচের 'অবিনয়' গানটা বিদ্ধ করে হাজারো তরুণ-তরুণীদের।
তোমার ছায়াপথ ছুঁয়ে
আমার আলোর অন্বেষণ
অচেনা কোন সীমায় তুমি
আমার নীলের সমাধি....
----------------------------------অবিনয় : আইকনস
অ্যালবাম প্রকাশিত হতে না হতেই শ্রোতাদের কাছে জনপ্রিয় ব্যান্ড হয়ে ওঠে 'আইকনস' !
এবার ঘুরে দাঁড়াবার পালা। ২০০৫ সালেই আইকনস সুপরিচিত 'জি-সিরিজ' এর সাথে চুক্তিবদ্ধ হয় তাদের প্রথম অ্যালবাম 'ঈশ্বরণীয়' প্রকাশ করবার ব্যাপারে। একে একে তারা তৈরী করে ১১টি হৃদয়ছোঁয়া, মাটি আর ক্রন্দনের তুমুল বিরহের গান-
১. বৃষ্টিহত
২. সত্যয়
৩. অপরাহ্ন
৪. নিও
৫. ঈশ্বরণীয়
৬. (অ) সম্পূর্ণ
৭. উৎস্বর্গ
৮. অসম
৯. স্পর্শ
১০.মৃত
১১.স্নাত
বোনাস ট্র্যাক : অবিনয়
--------------------------------------অ্যালবাম : ঈশ্বরণীয় / আইকনস-----
আইকনস-কে অনেক Rockstar and Rock culturer 'ব্ল্যাক' ব্যান্ডের 'পুরনো সংস্করণ' হিসেবে অভিহিত করলেও পরবর্তীতে তাদের সেই ধারণা ভেস্তে যায় কেননা, আইকনসই বাংলাদেশের একমাত্র ব্যান্ড যারা অল্টারনেটিভ রক আর 'ক্ল্যাসিকাল ইনফ্লুয়েন্স'-এই দুটো ধাঁচের মিশ্রণ সফলভাবে করতে পেরেছে।
'ঈশ্বরণীয় অ্যালবামের বৃষ্টিহত, সত্যয়, অপরাহ্ন, স্নাত-প্রভৃতি গানগুলো আলোড়িত করে শ্রোতাদের। এদের মধ্যে 'স্নাত' গানটা ক্ল্যাসিক ধারার স্বীকৃতি পায়। আজোএই গান বেজে চলেছে মুঠোফোনে, কম্পিউটারে সব জায়গায়।
অত্যন্ত বিষাদের বিষয় - আইকনস ব্যান্ডের কার্যক্রম বর্তমানে স্থগিত হয়ে পড়েছে। অ্যালবাম প্রকাশ করার পর তারা আর কাজ করে নি কোনো গান কিংবা অ্যালবামের। ভেঙে গেছে প্রিয় ব্যান্ড 'আইকনস' !
আইকনস স্বল্পায়ু হলেও চিরস্থায়ী কেননা অল্প সময়েই, অল্প বয়সেই তারা যে পারদর্শিতা দেখিয়েছে বাঘা-বাঘা ব্যান্ডগুলোও অতটা পারদর্শিতা দেখাতে পারে নি !
আইকনস বেঁচে থাকুক গানভক্ত শ্রোতাদের মাঝে, ঈশ্বরের অসীম কৃপায়।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৮ বিকাল ৪:৫৯