যার কিবোর্ড আর মাউস ধরে ব্লগে এসেছিলাম তার সাথে অনেকদিন দেখা নেই, কথাও নেই। তার জন্মদিনে এবার মনে করে শুভেচ্ছাও জানানো হয়নি। তবু থেমে থাকেনি ব্লগার পরিসংখ্যান প্যানেল, ওখানে লেখা আছে আমি ৫ বছর ১ মাসের বয়োঃবৃদ্ধ ব্লগার।
আমার ব্লগ যাত্রা বন্ধুবর মৃন্ময়-এর হাত ধরে (বলা উচিত ওর কম্পিউটারের সব পার্টস ধরে)। যাত্রার শুরু থেকে প্রথম দু'বছর ব্লগ থেকে তেমন কিছু নিতে পারিনি (ব্লগকে কিছু দিয়েছি এমন বলার দুঃসাহস আমার নেই)। আমার ব্লগের প্রথম দিকের পাঠক ছিলেন তীরন্দাজ যাকে এখনকার অনেকেই চিনবেননা। চমৎকার একজন ব্লগার ও গল্পকার ছিলেন তিনি। আরেকজন ব্লগার আমাকে স্নেহধন্য করেছিলেন, তার নাম চোর। চোরের ব্লগে গেলে একটি পোস্টই পাবেন যা ব্লগের একটি ইতিহাস। সেসময়ের ঝরাপাতা, আলী, অহেতুক অকারন-কে মনে করতে পারি। স্মৃতি ঝাপসা হয়ে আসে, অনেক কিছুই মনে থাকেনা।
ব্লগ জীবনের দ্বিতীয় পর্বে এসে অনেক বন্ধু পেয়েছি। তাদের নাম আলাদা করে বলার প্রয়োজন আছে বলে মনে হয়না, আর বলতে গেলে একটি পোস্ট পর্যাপ্ত হবে বলেও মনে হয়না।
নামকরণ সংক্রান্ত দু'লাইন
আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অর্ধেক কাটিয়েছি বুয়েটে। চরিত্রে তখন দূর্দান্ত পাগলামীর দোষ ছিল বলে বন্ধুরা নাম দিয়েছিলো হেমা (হেমায়েতপুর থেকে এক্সট্রাক্ট করা)। নামটা এতই জনপ্রিয় ছিলো যে এখনও আমি নিশ্চিৎ বন্ধুদের সাথে দেখা হলে আমার আসল নামটা মনে করতে পারবেনা, ডেকে বলবে "আরেহ! আমাদের হেমা..."
ব্লগে রেজিস্ট্রেশনের সময়ে হেমা থেকে হয়ে গেলাম হেমায়েতপুরী।
ব্লগ সংক্রান্ত দু'লাইনের সমালোচনা
অনেকেই অভিযোগ করেন ব্লগ আগের মত নেই, মানসম্পন্ন পোস্টের সংখ্যা কমে গেছে। অভিযোগের তীর তোলেন কতৃপক্ষের দিকে। এর কিয়দাংশ সঠিক, কিছুটা ভুলও আছে। ব্লগে মানসম্পন্ন লেখা আছে, কিন্তু পোস্টের জোয়ারে তা ভেসে যায় খুব দ্রুত। ব্লগ আগের মত থাকার কথাও নয়, ব্লগার বেড়েছে। কতৃপক্ষের কিছু জায়গায় ইনপুট দেয়ার সুযোগ ছিল বা আছে যা দিলে ব্লগটি আরো, আরো মানে গুনে অনন্য হত সন্দেহ নেই। তবে তাদের কিছু সীমাবদ্ধতাও যে নেই তা নয়।
সাইবার ক্রাইম ও ব্লগারদের ব্যক্তি নিরাপত্তা বিধানে সামহোয়্যারের অবস্থান কোথায়
আজ হোক কাল হোক সাইবার ক্রাইম বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মাথাব্যাথার ইস্যু হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। একজন ব্লগারের পরিচয়কে অথেনটিকেট করতে সামহোয়্যার ইন যা করতে পারে তা নতুন কিছু নয়, ব্লগার রেজিঃ করার সময়ে মোবাইল নাম্বার দিতে হয়। অ্যাকাউন্ট অ্যাকটিভেট করতে সেই মোবাইল নাম্বারে একটি অ্যাকটিভেশন কোড পাঠানো হলে ব্লগারের পরিচয় অনেক বেশি অথেনটিক হতে পারে। তবে এ বিষয়ে আরো বিস্তর পরিসরে আলোচনার সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি।
দেশবিরোধী পক্ষের বিরুদ্ধে কতৃপক্ষের অবস্থান বিষয়ে দু'টো লাইন
এটা সম্ভবত সামহোয়্যারইন কতৃপক্ষের জন্য সবচেয়ে ডায়লেমিক একটি সিচুয়েশন। এক পক্ষের মতে সামহোয়্যারইন ভারতের দালাল, আবার অনেকে বলেন পাকিস্তানের। কেউ কেউ ইহুদী-নাসারাদের গোপন মিশন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ব্লগ কাজ করে যাচ্ছে এমন বলতেও ভুল করেননা। আমি আমার ব্যক্তিগত এক্সপেয়েরিয়েন্স থেকে যতটুকু জানি ও বুঝি স্বাধীনতা বিরোধী পক্ষে ব্লগ কখনো ছিলোনা, নেই এবং থাকবেওনা। তবে একটি বিশেষ গোষ্ঠির প্রচারণামুলক পোস্টগুলোর ক্ষেত্রে দেখিবামাত্র ব্যবস্থা গ্রহন নীতি আরোপ ও এক্সিকিউশন করা উচিত বলে আমি মনে করি।
ব্লগ হয়ে উঠুক মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্রবিন্দু।
সবাই আনন্দে থাকুক, ভালো থাকুক, খুব ভালো।