ইদানিং প্রায় প্রতিদিন দু'টা স্বপ্ন দেখি। বারবার। এক-ই ভাবে। এক-ই মোশন বা এ্যাকশনে! ঘুম না ভাঙা পর্যন্ত স্বপ্ন মাথায় চাপ বাড়াতে থাকে। বিষয়টার সাইকোলজিক্যাল কারন ভেবে পাচ্ছি না।
স্বপ্ন - ১
জানালার সামনে চেয়ারে বসে আছি। দুপুরের দিকের রোদ আমার কোলে পড়ছে। আমার সামনে জানালার গ্রীলে একটা বেশ হৃষ্টপুষ্ট হাত উল্টে রাখা। হাতটা যার তাকে দেখতে পাচ্ছি না। শুধু হাতটা দেখি। হাতের সবুজ মোটা শিরাগুলো কাঁপছে হালকা। সেগুলোর যেকোন একটায় আমাকে একটা ইনজেকশন দিতে হবে। আমি নিজেকে শক্ত করে বার বার ইনজেকশন হাতে নিচ্ছি। একটা মোটা শিরায় আলতো করে ইনজেকশনের সুঁইয়ের মাথা লাগাই আর -উল্টে রাখা হাতটা ধরফর কেঁপে উঠে... আমি ছিটকে যাই! আমি আবারো নিজেকে হিপনোটিক সাজেশন দেই যে এই ইনজেকশনটা আমাকে দিতেই হবে। আবারো ইনজেকশন হাতে নেই। একটা শিরায় আলতো করে ইনজেকশনের সুঁইয়ের মাথা লাগাই আর - হাতটা ধরফর কেঁপে উঠে... আমি ছিটকে যাই! আমি আবারো নিজেকে হিপনোটিক সাজেশন দেই যে এই ইনজেকশনটা আমাকে দিতেই হবে। আবারো ইনজেকশন হাতে নেই...
স্বপ্ন - ২
সন্ধ্যার মড়া আলোতে একটা নরম জায়গায় উল্টে পড়ে আছি। আমার সারা শরীরে ভেজা তুলার মতো ভারী-নরম জিনিস। জিনিসগুলোর ভার বাড়ছে। বোঝা বাড়ছে। আমি দেবে যাচ্ছি। হাত-পা নাড়িয়ে একটু ভার কমাতে চাচ্ছি। কিন্তু উপর থেকে কেউ একজন ঐ ভার-নরম জিনিসগুলো বাড়িয়ে দিচ্ছে। শ্বাস আঁটকে আসছে। খুব তাড়াতাড়ি ওসব সরাতে হবে শরীরের ওপর থেকে... সরাতেই হবে...
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮