মনের নীল আকাশে
স্বপ্নঘুড়ি ওড়ানোর সাধ
বল ছিলনা তোমার মনে,
কোন এক কোনে,
হয়তো অযতনে।
মিথ্যে করে হলেও একবার বল,
তুমি আমায় নিয়ে স্বপ্ন দেখেছিলে।।
বড় সাধ ছিল তোমার
ধরে এই হাতদুটি আমার,
পাড়ি দিবে জীবন পথের
জানা অজানা শত বাঁক,
মিথ্যে করে হলেও তুমি
একবার বল, থেকোনা নির্বাক।
বলো চাওনাই তুমি ভিজতে
ভালবাসার প্রথম বর্ষণে,
আমার একান্ত আলিঙ্গনে,
অনন্তকাল ধরে,
বলনা একবার না মিথ্যে করে।
কোন এক দুর্বল মুহূর্তে,
হয়তোবা নিজেরই অজান্তে,
কখনো কি বেসেছিলে ভাল
এই আমাকে? একবার বল।
জানি কোন দাবী নেই
নেই কোন অধিকার,
কখনো ছিলনা জানি
জানি এ অন্যায় আবদার।
তবু এ মিনতি আমার
মিথ্যে করে হলেও তুমি বল একবার-
"ভালবাসি! আমি শুধুই যে তোমার।"
(আমার কবিতার খাতা হতে তুলে দেয়া আমার স্বরচিত অতি প্রিয় একটি কবিতা)
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০