ক্ষমা চাই । ফিরতে একটু দেরী হয়ে গেলো ।
আশা করি খুব শীঘ্রই ভুটান বিষয়ক আরও কয়টি ছবি সমেত পোস্ট দিতে পারবো । আপাতত ছবি ব্লগ ......
বৌদ্ধা পয়েন্ট । থিম্পুর যে কোন প্রান্থ থেকে দেখা যায় প্রায় ১৭০ ফিট উচু এই বৌদ্ধ মূর্তিটি । এটি এখনো নির্মাণাধীন ।
prayer wheel গোটা ভুটান জুড়ে এর দেখা মেলে । পাহাড় গড়িয়ে নামা জলধারায় ঘুরে চলছে সারাক্ষণ ।
prayer flag মন্ত্র লেখা এই ফ্লেগের ও দেখা মিলবে সর্বত্র ।
পর্যটকের মাথার চুল এতো ভালো লেগেছে যে বিনা অনুমতিতেই ক্লিক করে ফেললাম ।
বরফের টুপি পড়া দূরের পর্বত ।
আবারো সেই পাথুরে নদী । কোথাও সামান্য গভীর, কোথাও হাঁটু জল কিন্তু স্রোত !!! সারাটা ক্ষণ কানে বাজে ।
ভুটানের ঘাস, প্রকৃতি, লতা - পাতা ।
টাইগার নেস্টের পাশেই অসাধারণ দেখতে এই সু-উচ্চ ঝর্ণা ।
টাইগার নেস্ট ..... এখানে যান নি (অন্যতম ট্র্যাকিং স্পট) ! তার মানে ভুটান ভ্রমণ আপনার অপূর্ণই রয়ে গেলো ।
বিমান থেকে কাঞ্চনজঙ্গা ও এভারেস্ট । (আমি জানিনা কোনটা কি ?)
শিল্পীর তুলিতে আঁকা কোন ছবি নয় । হিমালয় থেকে বয়ে আসা পানি সামতলে এসে নদী উৎপন্ন হয়েছে । ঈগলের চোখে দেখা ।
অহ ! এইটা আমার সেলফি । ছায়া সেলফি ।
ভুটানের ফটো - এক।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২