দূর সমুদ্রের ডাক শুনলাম আমি
ভোরবেলায় .......
কিছুটা স্বপ্নে, কিছুটা আড়ষ্টতায় , কিছুটা ভ্রান্তিতে --
তারপর সারাদিন আমার কেটে গেলো সমুদ্রের কথা ভেবে ভেবে ---
এটা সেটা - অফিস , কুলিকামিনের চিতকার --
মোড়ের দোকানের পাশে সস্তা খাবারের স্তুপ --
লোকাল বাসের হর্ন আর ফেরিঅলাদের ডাক শুনে
যেই আমি পৌছুলাম চৌরাস্তার মোড়ে
দেখি দূর সমুদ্র আমায় ফেরিঅলাদের গলায়
ক্লান্তিহীন জাহাজী খালাসীদের সুরে একটানা ডেকে যাচ্ছে ।
তখন হঠাত করেই এই চব্বিশ বছরের
চনমনে রক্ত আমার নোনা সমুদ্রের গন্ধে
মাতাল হয়ে উঠলো ক্ষনিকের জন্য ।
দূর সমুদ্রের ডাক শুনি আমি
মধ্যরাতে .......
যখন সবাই ঘুমিয়ে থাকে '
বার্চ , পাইন আর অস্পষ্ট ঝর্নার শব্দ যখন
হরিনের একটানা ডাকে আমায় টেনে নিয়ে যায় সেই
অচেনা অরন্যের মধ্যিখানে ;
তখন তন্দ্রাহারা স্বাতী নক্ষত্রের মিটিমিটি আলোয় আমি
দূর সমুদ্রের নীলাভ নম্র বুক দেখি
নক্ষত্রের বুকের রঙ বুঝি সমুদ্রের মতো নীল হয়
কখনো কখনো ....
নক্ষত্র ---
দানিয়ূব , এলবি অথবা মিসিসিপির বুকে
দিকনির্নয়ী নাবিকের দেখা সেই প্রাচীন নীলচে নক্ষত্র --
দূর সমুদ্রের ডাক শুনলাম আমি
দূরাগত ট্রেনের হুইসেলে
খেয়ালি যুবকের নীল শার্টের শুভ্র বোতামে দেখি
সমুদ্র পাড়ে পড়ে থাকা শঙ্খের ঝলকানি
আর বহুকাল নাগরিক জানালার বন্দী শৃঙ্খলে আমি
হঠাত করেই দেখি জানালার গরাদ গলে
একরাশ নীলচে আলোর জলোচ্ছ্বাস আমায়
টেনে নিয়ে গেলো সেই অচেনা বালুকাবেলায় .......
আর আমি নোনা রক্তের টানে আর একবার
দূর সমুদ্রের টেউয়ে
শুদ্ধিতার শতাব্দী প্রাচীন মোহে শুদ্ধ হবো বলে ----
প্রপিতামহের মতো পা বাড়ালাম দক্ষিনের দেশে । ।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৮