অবরোধে মোর নাহি মিটে শোধ,
হরতালে দিই তাল,
আমজনতার গাড়ি বাড়ি ভেঙে
ছিড়ছি কাহার বাল?
তবু হায় হায় নাহি মিটে ঝাল,
অকর্মণ্য আমি
বিরোধী দল নামটি আমার,
তাই বিরোধ সর্বগামী।
নেতার নামে আগুন জ্বালা
নেত্রী মশাই পড়বে মালা,
নেতার পুতে রাজপুতনা
দেশ জনতা, খা গু খা।
অবরোধে মোর নাহি মিটে শোধ,
লালন সাঁই ছিলেন একজন বাউল সাধক, দার্শনিক ও মানবতাবাদী। তাঁর আধ্যাত্মিকতা মূলত গুরু-শিষ্য পরম্পরা, সাধনা ও অন্তর্জ্ঞানভিত্তিক। তিনি ধর্ম, জাতি, বর্ণভেদ মানতেন না এবং বিশ্বাস করতেন, "মানুষের ওপরে কিছু নাই।"... ...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় আসার পরে বিএনপির আচরণ কেমন হবে?
এই প্রশ্নের উত্তর নিশ্চিত ভাবে দেওয়া সম্ভব না। তবে আমরা কারো আচরণ কেমন হতে পারে সেটা তার অতীত থেকে খানিকটা আন্দান করতে পারি।... ...বাকিটুকু পড়ুন