এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের মূলে রয়েছে যে ব্যাক্তিটি সে হল আমাদের মা। মা ছাড়া এই পৃথিবীর মুখ আমরা কেউই দেখতে পারতাম না। অথচ আমরা আমাদের সেই মাকেই আমরা বড় হলে আমরা অবহেলায় নিগৃহীত করে রাখি। এই দুঃখ কোথায় রাখি। অথচ সেই মা আমাদেরকে তার গর্ভে ১০ মাস ১০ দিন ধারণ করে এক নিদারুন দুঃখ যাতনা ভোগ করার পর এই পৃথিবীর মুখ দেখিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার অপার করুনায়। ছোট বেলায় সেই মা আমাদেরকে খাইয়েছেন, পরিয়েছেন, ঘুম পারিয়ে দিয়েছেন। নিজে দুঃখ ভোগ করে আমাদেরকে সুখের সাগরে ভাসিয়ে দেবার জন্য তার কি অপার চেষ্টা। অথচ আমরা বড় হলে সেই মাকে আমরা ভুলে যাই যখন আমরা বড় হয়ে অনেক বড় পর্যায়ে যাই। সেই মায়ের কষ্টটাকে আমরা কেন মূল্যায়ন করি না। কেন আমরা ভুলে যাই সেই মায়ের কারণেই আমাদের এই পৃথিবীর মুখ দেখা। আমাদের সকল কিছু করার মূলে রয়েছে সেই মায়ের অবদান। যদিও বাবার অবদান নাই এ কথা বলা যাবে না। বাবাকে বাবার যথাযোগ্য মর্যাদা দিতে হবে। বৃদ্ধকালে আমাদের মা থাকে সবচেয়ে নিগৃহীত। আমাদের এতসব মান সম্মান আর অর্জন সবই তো এই মায়ের কল্যাণ এই। আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে আছে মায়ের আশীর্বাদ আর ভালবাসা। তার ভালবাসা আর মায়া মমতা না থাকলে তো আমরা সামনে যেতে পারতাম না। আমাদের সামনের দুর্গম পথ পারি দিতে আমাদের মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়।
আসুন আমাদের মা বাবাকে আমরা যথাযোগ্য মর্যাদার আসনে আসীন করে তাদের উপযুক্ত সম্মান দেই। তাদের দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করি।