অস্তিত্বের কানাগলি পেড়িয়ে অন্ধকার পথ ধরে হেটে যাওয়া মানুষ আমি,
চারপাশের অন্ধাকারের পথ ধরে হেটে যাওয়া আমার এই শরীরটা ক্লান্ত হয়ে পড়ে,
ছুটে যাওয়া মানুষগুলো যেন পথ হাড়িয়ে দিকবিদিক হয়ে এদিক ওদিক ছুটে যায় এক অজানা গন্তব্যে,
এর শেষ কোথায় কেউই জানে না,
আমিও জানিনা,
জানতে চাইও না,
এই ২১ শতকের পৃথিবীটা বড়ই নিষ্ঠুর আর যন্ত্রণাদায়ক,
পৃথিবীর শেষ রক্তবিন্দু দিয়ে মানুষ ছুটে যায় সেই আমরন খেলায়,
আমাদের পৃথিবীটা কেন এত দয়ামায়াহীন।
আমার শরীর মন আত্মা সব স.............ব,
সব উজার করে দিয়েছি আমার অস্তিত্বের জন্য।
আমি একটু খানি বাচতে চাই, এই ধূসর পৃথিবীতে
যেখানে মানুষগুলো সব যান্ত্রিক হয়ে গেছে।
উফফফফফফফ কি অমানবিক!!!!!!!!!