আমি ফুটবল একদম বুঝিনা, তেমন দেখিওনা। কিন্তু আমার প্রিয় দল আর্জেনটিনা। ম্যারাডোনা আমার প্রিয়, তাই আর্জেনটিনাও আমার প্রিয় দল সবসময়। এবার আমি যদি বলি, গতকালের আগে আমি এবারের ওয়ার্ল্ডকাপের একটা খেলাও ভালো করে দেখি নাই, ফুটবল ভক্তরা আমার উপর খুবি রেগে যাবেন তা বলাই বাহুল্য। কত বড় সাহস আমার! খেলা না দেখেই ফুটবল নিয়ে মাতামাতি

যাইহোক, কালকে স্পেনের খেলা পুরোটা দেখে আমি রিতিমত ভাষাহীন। আহা! কি সুন্দর খেলা। ইস! এবারের সব খেলাগুলো দেখলামনা কেনো ভেবে কষ্ট লাগছে। আর আমারি বা কি দোষ! আমার স্টুডেন্ট করিডোর এ যেই পিচ্চি টিভি তাতে খেলা দেখতে কি আর মজা লাগে? আর ইন্টারনেটে কি আর টিভির মজা পাওয়া যায়? তবে, কালকের পর থেকে আমি ফুটবল এর প্রতি গভীর আগ্রহ বোধ করছি। ঠিক করেছি এখন থেকে শুধু ওয়ার্ল্ডকাপ কেনো, ক্লাব কাপ, ইউরো কাপ ইত্যাদি যা যা আছে সবই দেখা শুরু করবো। এখানে নিজের যদি একটা টিভি থাকতো তো বেশ হতো। অবশেষে বুঝলাম, ফুটবল খেলাটা খেলা হিসেবে মন্দ না!
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৭
১. ০৮ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪৪ ০