১ম ব্যক্তিঃ আল্লাহ্- রসূল খোদা। ইনি হচ্ছেন মওলানা।
২য় ব্যক্তিঃ হাঁড়ি-পাতিল-খাদা। ইনি হাঁড়ি-পাতিলের ব্যবসা করেন।
৩য় ব্যক্তিঃ পেঁয়াজ-রশুন-আদা। ইনি মুদির দোকানদার।
এবার নিচের ছবিগুলো মিলিয়ে নিন।

গরুর গায়ে আল্লাহ্'র নাম লেখা আছে।

গরুর বাছুরের কপালে "ক্রস" আঁকা আছে।
গরুর গায়ে "ওঁ" চিন্থ আছে।
ধন্যবাদ সবাইকে।