সামু যদিও নাস্তিকতা প্রমোট করে তারপরও এখানে ধর্মের চর্চা হয় প্রচুর, ধর্ম নিয়ে আলোচনা/সমালোচনা হয় অনেক। নাস্তিকরা ইসলামধর্ম নিয়ে বেশ আলোচনা (মূলতঃ সমালোচনা) করেন, অনেক হিন্দুও নাস্তিকতার আড়ালে ইসলামের বিরুদ্ধে বিষোদগার করে থাকেন। মানে, ধর্ম হয়েছে এখন মুক্তবাজার অর্থনীতির পণ্য, সবাই সবার মত করে আলোচনা/সমালোচনা করে সবচেয়ে "ভালো"টা বেছে নিতে পারেন। আমি একজন আস্তিক। জগতে হাজারো রকমের ধর্ম-বিশ্বাস আছে। আমি অনেক ধর্ম-বিশ্বাস নিয়ে জানার আগ্রহবোধ করি। অনেক বিশ্বাসের কার্যকলাপ দেখলে শুধু অবাকই হবেন না, বরং শিহরিত হবেন। নিচের ছবিটা দেখুন। ভারতের আহমেদাবাদ শহরে "আরবাইন" উপলক্ষে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটছেন শিয়া সম্প্রদায়ের কয়েকজন অনুসারী। তারা হযরত ঈমাম হোসেন (রহঃ ) এর কষ্ট অনুভব করতে চান।
হিন্দুধর্ম নিয়ে বেশ কৌতুহল/আগ্রহ বোধ করছি ইদানিং। হাজার বছরের পুরনো এই ধর্ম এখনও পরিবর্তিত হয় নাই। শুনেছি, তেত্রিশ কোটি দেব-দেবী আছে হিন্দুধর্মে। তাদের মধ্যে একজন হচ্ছেন শিব। উনার সম্পর্কে বেশ বাজে কথা শোনা যায়, তিনি নাকি সেক্সের গুরু। অনেক হিন্দু নারী নাকি শিবলিঙ্গের পুজাও করে!!! যাইহোক, শিব সম্পর্কে প্রথম জানি, তারপর কৃষ্ণ, রাম, রাবন সম্পর্কে জানাবেন আশা করি। কোন হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আলোচনা করলে ভাল হয়। কৃষ্ণ সম্পর্কে প্রাসঙ্গিক একটা গান শুনুন, ফ্রি।
বিঃদ্রঃ কেউ ত্যানা প্যাচাতে আসবেন না দয়া করে। ইহা একটা ক্যাচালমুক্ত কৌতুহলি পোস্ট।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৪