শাসকগোষ্ঠী সবসময় নির্যাতন-নিপীড়ন করে থাকেন, অনেক সময়ই স্বৈরাচারী হয়ে উঠেন। সাধারণ জনগণের কিছু করার থাকে না, প্রতিবাদ করতে পারে না নিপীড়নের ভয়ে। তাই প্রকাশ্যে কিছু বলতেও পারে না। কিন্তু "মনে মনে মন কলা খাওয়া"র মত "মন ুদা"ই সার। অনেকেই আড়ালে-আবডালে বলেন, সরকার মরে না কেন! মনে মনে মরতেও বলেন আবার "মন ুদা" করেন।
আমাদের দেশের প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করছেন অনেকেই, কেউ কেউ মনে মনে আর কেউ কেউ প্রকাশ্যে। প্রকাশ্যে বা গোপনে মৃত্যু কামনা করা নতুন কিছু নয়, রাজা-মহারাজা-জমিদার প্রথার সময়ও এসব ছিল। যাইহোক, প্রকাশ্যে যারা হাসিনার মৃত্যু কামনা করছেন তাদেরকে জেল দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। অবশ্য, হাসিনার মৃত্যু কামনা করাতে হাসিনা মামলা করেননি; আদালত স্ব-প্রনোদিত হয়ে মামলা করে। এবং সেই মামলার আসামী আদালতে আসেন নাই বলে আদালত অবমাননার অপরাধে তাকে ৬ মাসের জেল দেয়া হয়। সাব্বাস আদালত!!! কি দায়িত্বশীলতা!! অথচ, এই আদালত জানে না তাকে কতবার অবমাননা করা হয়েছে। হাসিনা করেছেন, খালেদা করেছেন। কিন্তু সেই অবমাননার দায়ে কাউকে জেলে যেতে হয়নি। ভবিষ্যতে আরও অনেকেই অবমাননা (ধর্ষণ) করবেন।
যাইহোক, মনে মনে যারা "মন ুদা" করছেন তাদেরকে ধরার জন্য আবিষ্কার হয়েছে মাইন্ড রিডার। এই মাইন্ড রিডার দিয়ে হাসিনার মৃত্যুকামনাকারীকে ধরা হবে!!!
কাজেই সাধু সাবধান!!
ধন্যবাদ সবাইকে।