ঘটনা খুবই গুরুত্বপুর্ণ। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং সভাপতি মিশা সওদাগর একটি অনুষ্ঠানের লাইভে বলেছেন, তারা হিরো আলম কে চিনেন না। আর এই অনুষ্ঠান দেখে হিরো আলম চ্যালেন্জ করেছেন, ‘হিরো আলমকে তুচ্ছ করে মূল্যায়নই দিল না জায়েদ খান ভাই। কী বলল, ওরা নাকি হিরো আলমকে চেনে না। বলল, ওই যে মিউজিক ভিডিও করে হিরো আলম। আমি জায়েদ খান ভাইকে একটা কথা বলতে চাই, আপনি যে তুচ্ছ করে কথাটা বললেন, আপনি জায়েদ খান একদিকে দাঁড়াবেন, আমি হিরো আলম একদিকে দাঁড়াব, দেখি আপনাকে কয়জন চেনে, আর আমি হিরো আলমকে কয়জন চেনে। আপনাদের এই রকম অহংকারী কথাবার্তার জন্য আজকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে।’
প্রসংগত বগুড়ার সন্তান আলম মিউজিক ভিডিও নির্মান করে এবং নেগেটিভ ভাইরালে কারও কারো নজরে আসেন। গত সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি হতে মননয়ন না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে নির্বাচন করেন এবং পরে অনিয়মের অভিযোগ করেন। সেই সময় ভোট কেন্দ্রের সামনে তাকে শারীরিকভাবে নাজেহালও হতেও দেখা যায় টিভি সংবাদে।
‘মার ছক্কা’ নামে কাজ করেছেন একটি চলচ্চিত্রেও। শুধু তা–ই নয়, চলচ্চিত্রে প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন তিনি, ‘সাহসী হিরো আলম’ নামের সেই ছবির নায়কও তিনি। জায়েদ খান প্রসংগে হিরো আলম বলেন, তিনি ইচ্ছাকৃভাবে অপমান করতে এমন কথা বলেছেন। তাচ্ছিল্য করতে। আমার জনপ্রিয়তা তো জায়েদ খানের চেয়ে অনেক বেশি। আমাকে এভাবে হেয় করে কথা বলতে পারেন না তিনি। তাই অভিযোগ করেছি। কোনো সুফল না পেলে জায়েদ খানের বিরুদ্ধে মানহানির মামলা করব।
চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ‘হিরো আলমের অভিযোগের বিষয়টি শুনেছি। অফিসে অভিযোগপত্র জমা দিয়েছেন। আমরা কমিটির সবাই মিলে আলাপ–আলোচনা করে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ খোরশেদ আলম বলেন, ‘আমাদের অনেক শিল্পীর চেয়েও হিরো আলমের পরিচিতি অনেক বেশি। পাশের দেশ ভারতেও ভীষণ জনপ্রিয়। ইউটিউবে আমি তাঁর কয়েকটা ভিডিও দেখেছি। তিনি একজন চলচ্চিত্র প্রযোজকও। এমন একজন মানুষকে নিয়ে এভাবে কথা বলাটা ঠিক হয়নি। শিল্পী সমিতির মতো ওই রকম একটা দায়িত্বশীল জায়গা থেকে যে কারও কথাবার্তাও দায়িত্বশীল হওয়া উচিত মনে করি।’
তো লেখার প্রথমে কেনো লিখেছিলাম, খুবই গুরুত্বপুর্ণ ঘটনা? কারন একজন অভিনাতা যত ছোটো বড়ই হোক তাকে অস্বীকার করতে পারেনা শিল্পী সমিতি। রাজ্জাক একদিনে বা এক ছবিতে রাজ্জাক হয়নাই, টেলি সামাদও এক দিনে বা এক ছবিতে টেলি সামাদ হয় নাই, তেমনি হানিফ সংকেত হঠাৎই ইত্যাদির হানিফ সংকেত হয় নাই। সব পেশার সবাইকেই মুল্যায়ন করতে হবে।
খবরের লিনক প্রথম আলো