মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড (৪৬) নামের এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে আটলান্টায় বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটা গাড়ি ভাঙচুর, জাতীয় পতাকায় আগুন এবং আটলান্টায় একটি রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছেন। একই সময়ে অন্য আরেকটি বিক্ষোভকারী দল স্থানীয় লিনক্স মলেও বিক্ষোভ করে।
ঘটনার পরের দিন মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে অনেক দোকান লুট এবং অগ্নিসংযোগ করেছে সুযোগসন্ধানীরা। উৎসবের মতো আনন্দ ফুর্তি করে যার যা ইচ্ছা লুট করেছে দোকানগুলো হতে।
অপরাধের প্রতিবাদ করতে যেয়ে এইযে অন্য সম্পদে জ্বালাও পোড়াও, লুটপাট, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ তাহলে প্রতিবাদের চেতনাটা কি? অপরাধের সাথে প্রতিবাদকারীদের পার্থক্যটা কি?
সভ্য দেশের সভ্য নাগরিক হয়েও আন্দোলনের ভাষা, প্রতিবাদের ধারা তো সেই আফ্রিকানই থেকে গেলো রুপান্তরিত আমেরিকানগন????