
জাতি হিসেবে আমরা বরাবরই মাথাগরম জাতি,অনেক সময় ঘটনার মূল অনুসন্ধান না করে আমরা এমনিতেই লাফালাফি করি।
মোস্তফা জব্বার হয়ত কোন বড় আইটি বিশারদ না কিন্তু উনার বিজয়ের মাধ্যমেই আমাদের বেশীরভাগের কম্পিউটারে বাংলা লেখার হাতেখড়ি।
বিজয়ের কিবোর্ড লেআউট নিয়ে উনি কি যে কোন সময় যেকোন সাইটের বিরুদ্ধে মামলা করতে পারেন এইটা উনার ব্যাপার কারন, এইটা উনার আবিষ্কার ।
এই যে সামহোয়ারইন বলগ পোস্ট লেখার জন্য বিজয় অপশন ইউজ করতেছে আমি নিশ্চিত এজন্য কোন অনুমতি নেয়নি মোস্তফা জব্বারের নিকট থেকে।
বিজয়ের উপর নির্ভর করে দেশে টাইপিং পেশায় হাজার হাজার লোক জীবিকা
নির্বাহ করছে।আর অন্য দিকে অভ্র সেদিনের জিনিষ।
আসলে আমাদের চিন্তা বুদ্ধি দিনকে দিনকে ভোতা হয়ে যাচ্ছে
