ইন্ডিয়া আমাগো সবথিকা কাছের প্রতিবেশী এবং সবথিকা আপনজন,তাগো সুযোগ-সুবিধা,মান-সম্মানের দিকে খোজ খবর রাখা যেমন আমাগো সবারই নৈতিক দায়িত্ব তেমনি উচিত না এমন কিছু করা যাতে তারা রুষ্ঠ হয়। অতীব পরিতাপের সাথে লক্ষ্য করতাসি গুটিকয়েক বিপথগামী বাঙ্গালী আজকে বড়ই বাড় বাড়সে, তাগো জাইনা রাখা উচিত এর ফলাফল খুব সুখকর কিছু হইব না। পরাক্রমশালী ইন্ডিয়ার সাথে আমাগো অসম যুদ্ধে কখনই জড়ানো উচিত না,কারণ তারা শুধু আমাগো আপনজনই না তাগো লগে আমাগো পারারও কোন সম্ভাবনা নাই,কোনদিন ছিল না এবং হইবও না। সুতরাং আমাগো উচিত সব সময় হাতে চুড়ি পইরা বইসা থাকা আর না হইলে বইসা বইসা আঙ্গুল চুষা আর মুন্নি-শিলার যৌবন উপভোগ করা! এই ক্রান্তিলগ্নে আমি তাই সাইবার "পিস কমিটি" গঠনের উদ্যোগ নিলাম,আমাগো কাজ কাম হইব ৭১ এর পিস কমিটির মতই শুধু পার্থক্য হইব আগেরবার পাকিস্তান রক্ষা করসি আর এইবার করুম ইন্ডিয়া। এই কমিটির কয়েকটা পদ অবশ্য অলরেডি ব্লগে আমাগো সব সময়ই এই বিষয়ে বিশেষ অনুপ্রেরনাদানকারী, আমাগো সহযোদ্ধা,ভারত মাতার অকৃত্রিম বন্ধু কিছু মহান ভাদা ভাইদের জন্য বরাদ্দ করা হইয়া গেসে,তারপরেও আপনাদের হতাশ হওয়ার কিছু নাই সব মুন্নি-শিলাদের দিয়া পোষায়া দেয় হবে! আর যারা এর বিপরীতে অবস্থান নিব তাগো হুশিয়ার কইরা দিয়া বলতাসি আপনাগো সবার আইপি চেক কইরা কইরা সাহারা আপার খেদমতখানা তথা চোদ্দ শিকের ভিতরে প্রেরণ করা হইব,অতএব সময় থাকতেই সাবধান। ভারত জিয়ে রহ :!>!
আইচ্চা বাঙ্গালী পোলাপাইন এইটা একটা কাম করলো কন দেখি,এইভাবে ইন্ডিয়ারে একঘরে কইরা বাশ দিতাসে তাগো দিলে কি মায়া-মহব্বত বইলা কিছুই নাই ! বলি আর কত ইন্ডিয়ারে নাঙ্গা করলে তোমাগো দিলে মায়া-মহব্বতের সৃষ্ঠি হইব (বুক ফাইটা কান্দনের ইম হইব )।
বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত।
মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে, তন্দ্রাকে করো ছিন্ন,
একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন।
স্যালুট আমাদের বীর ভাইদের!
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৭