বিদ্যুতের দাম ২১শতাংশ বাড়ানো হইসে এইটা পুরানা খবর। এর লিগা ইউনিট(টাকা পার কিলো ওয়াট আওয়ার) প্রতি দাম দাড়াইবো ৫.০২ টাকা যেইটা প্রথম আলোর তথ্যমতে ২০১২ এর ফেব্রুয়ারিতে কার্যকর হওনের কথা যদিও রয়টার্সের তথ্যানুসারে এইটা দুইধাপে করা হৈব যার প্রথমটা এই বছরের ডিসেম্বরের বিলে আর পরেরটা ২০১২ এর ফেব্রুয়ারিতে। রয়টার্সে দেখলাম বিপিডিবি অবশ্য এই বৃদ্ধিতেও সন্তুষ্ট না,তারা সিরিজাকারে প্রতি ছয় মাস অন্তর অন্তর আরো কয়েকবার দাম বাড়ানোর প্রস্তাব সরকাররে দিয়া রাখসে। কারণ বিদ্যুত তৈরী কর্তে এখন যেই খরচ হয় তার তুলনায় বিক্রয় মূল্য খুবই অপ্রতুল।
গত নির্বাচনে আম্লীগের জিতার এক্টা অন্যতম কারণ আছিল বিদ্যুত খাতে বিন্পির ব্যর্থতা। তো আম্লীগ আইসা কি করলো,স্বল্প মেয়াদী অয়েল বেইজড কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট নামক মরণ ফাদের আশ্রয় নিল যেইটা কিনা উচ্চমূল্যের ডিজেল ও ফার্নেস অয়েল পুড়ায়। এইবার দুই অর্থবছরে(২০১০-১১ এবং ২০১১-১২) এইটার প্রভাব দেখা যাক
২০১০-১১ অর্থবছর
*এই সময় বিপিডিবির লোকসান হৈসে প্রায় ৫৪১ মিলিয়ন ডলার।
*এই অর্থবছরে মোট জ্বালানি আমদানি করা হৈসে ৪.৮০ মিলিয়ন টন যা প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যমানের। এইটা গত এক দশকের গড় আমদানি ৩ বিলিয়ন ডলার থিকা প্রায় ১ বিলিয়ন ডলার বেশি।
*এই সময় সরকার জ্বালানি খাতে মোট ভর্তুকি দিসে প্রায় ১.১০ বিলিয়ন ডলার।
২০১১-২০১২ অর্থবছর
*এই সময়ে ডিজেলের চাহিদা প্রায় ২৫% বাইড়া ৩.৭৮ মিলিয়ন টনে দাড়াইবো বলে আশা করা হৈতাসে,যদিও এর থিকা বেশি লাগনের সম্ভাবনাই বেশি।
*মোট জ্বালানি চাহিদা ৬.৮০ মিলিয়ন টন যা আগের অর্থবছরের তুলনায় ২ মিলিয়ন টন বেশি,বলা বাহুল্য এর সিংহভাগই কুইক রেন্টাল প্রজেক্টের চাহিদা মিটানোর লিগা। এর ফলে দর্কার ৬.১৩ বিলিয়ন ডলারের মূল্যমানের তেল যা আগের বছরের তুলনায় ২.১৩ বিলিয়ন ডলার বেশি,সমস্যা হৈতাসে কাহিনী এইখানেই শেষ না কারণ এইটা আছিল আগস্টের(২০১১) দিকের হিসাব। কিন্তু এখন এইটা আরো বিপুল পরিমানে বাইড়া যাইতাসে কারণ ডিসেম্বর২০১১-জুলাই ২০১২ এই সময়ের লিগা তেল কিনোনের নতুন যেই চুক্তি সরকার কর্সে সেইটা ডিজেলের ক্ষেত্রে ৩.৩০ হইতে বাইড়া ৩.৫০ ডলার/ব্যারল হৈসে। আর জ্বালানি তেল যেইটার চাহিদা প্রায় ১.৬৫ মিলিয়ন টন ঐটার ব্যাপারে সরকার এখনো কোনো সমযোথায়ই আসতে পারে নাই,কারণ দাম চাওয়া হৈতাসে ৪২-৫২ ডলার/টন যেইটা ২০১১জুলাই-২০১১ডিসেম্বর এই সময় পর্যন্ত সরকার কিন্ত ৩২ ডলার/টন।
এই বিপুল পরিমান ঘাটতির কথা তোয়াক্কা না কৈরা সরকার নাকি আরো কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বসানোর চিন্তা ভাবনা কর্তাসে! এইটা নিয়া অর্থাত রাজস্ব ঘাটতি বৃদ্ধির ফলশ্রুতিতে ইকোনমিতে এর লং টার্ম ইফেক্টের ব্যাপরে বিশ্ব ব্যাংক আগেই সরকাররে হুশিয়ার করলেও সরকার এই ব্যাপারে নিজেদের আত্মঘাতী সিদ্ধান্তেই অটল। এইটার ফলে একদিকে আউটষ্টান্ডিং বিল পাইল আপ কর্তে থাকব,সরকাররে ম্যাসিভ অ্যামাউন্টের সাবসিডি দিতে হৈব যেইটার লিগা ব্যাংক থিকা টাকা ধার নেয়ন লাগব যা আবার আল্টিম্যাটলি কারেন্সির উপ্রে প্রভাব ফেলবো। অন্যদিকে হিমশিম খাইতে খাইতে কিছুদিন পর পরই সরকাররে এইভাবে বিদ্যুতের দাম বাড়াইতে হৈব। পরিণতিতে এই কুইক রেন্টাল প্রজেক্ট আমগো লিগা গলার ফাসে পরিনত হৈব! এর লগে সরকারের উলঙ্গ ভারত প্রেম যার লিগা নিজের শরীর পর্যন্ত বিলায়া দিতে দ্বিধা করে না এইটা যখন যোগ হয় তখন মনে হয় ২০১২ আমাগো লিগা আরো কঠিন থিকা কঠিনতর হৈব
